মোফা হয়ে যাওয়ার পর সৌদি আরবের ভিসা পেতে কি তাকামুল সাটিফিকেট লাগবে ২০২৫

মোফা হয়ে যাওয়ার পর সৌদি আরবের ভিসা পেতে কি তাকামুল সাটিফিকেট লাগবে ২০২৫
গত পোস্টে 'সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসার ক্ষেত্রে কি তাকামুল সার্টিফিকেট লাগবে ২০২৫' এই বিষয়টি সম্পর্কে কথা বলেছিলাম। আজকে কথা বলবো ২০২৫ সালে মোফা হয়ে যাওয়ার পর সৌদি আরবের ভিসা পেতে কি তাকামুল সাটিফিকেট লাগবে এটি সম্পর্কে। সুতরাং, উক্ত বিষয়টি সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

মোফা হয়ে গেলে সৌদি আরবের ভিসা পেতে কি তাকামুল সাটিফিকেট লাগবে ২০২৫

২০২৫ সালের নতুন নিয়মে, সৌদি আরবের প্রায় সকল কোম্পানির (মহাসাসা) ভিসার ক্ষেত্রে তাকামুল সাটিফিকেট লাগছে। আর বর্তমানে তাকামুল সার্টিফিকেট ছাড়া মোফা করা যাচ্ছে না। অর্থাৎ, এখন নতুন নিয়মে মোফা করার জন্য প্রয়োজন হবে তাকামুল সার্টিফিকেটের। সেই হিসাবে যাদের মোফা হয়েছে তাদের ক্ষেত্রে সৌদি ভিসা পেতে তাকামুল সার্টিফিকেট লাগবে না।

অর্থাৎ, আপনারা যারা চিন্তার মধ্যে ছিলেন যে; মোফা হয়ে গেলেও আবার ভিসা পেতে তাকামুল সাটিফিকেট লাগে কিনা.. তারা সব চিন্তা মাথা থেকে দূর করে ফেলেন। কারণ, মোফা হয়ে গেলে আপনাদের সৌদি আরবের ভিসা পাওয়ার জন্য কোন প্রকার তাকামুল সার্টিফিকেট করতে হবে না এবং আপনার সরাসরি ভিসার জন্য এপ্লাই করতে পারবেন।

উপসংহার

২০২৫ সালে মোফা হয়ে যাওয়ার পর সৌদি আরবের ভিসা পেতে তাকামুল সাটিফিকেট লাগবে কিনা সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু কোন কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা না বুঝে থাকেন তবে, অবশ্যই কমেন্ট করে সেটি আমাদের লিখে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন