সৌদি আরবের ভিসা লাগার পর কি তাকামুল সার্টিফিকেট লাগবে ২০২৫

সৌদি আরবের ভিসা লাগার পর কি তাকামুল সার্টিফিকেট লাগবে ২০২৫

সৌদি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (SVP) এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে; ২০২৫ সালের বর্তমান সময়ে সৌদি আরবের ভিসা লাগার পর বা ভিসা হওয়ার পর তাকামুল সার্টিফিকেটের কোন প্রয়োজনীয়তা নেই। তবে হ্যাঁ, নতুন করে ভিসা করার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

তাই আপনাদের যাদের ইতিমধ্যে সৌদি আরবের ভিসা লেগেছে তাদের চিন্তা করার কোন কারণ নেই! অর্থাৎ, ভিসা প্রাপ্ত ব্যক্তিদের এবং যারা মোফা (Mofa) করেছেন তাদের ক্ষেত্রেও তাকামুল সার্টিফিকেটের দরকার হবে না।

কিন্তু যাদের এখনো মোফা হয়নি তাদের ক্ষেত্রে অবশ্যই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে যদি সেটা কোম্পানি (মহাসাসা) ভিসা হয়ে থাকে। তবে, ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোন প্রকার তাকামল সার্টিফিকেট এর প্রয়োজন পড়ছে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন