তাকামুল সার্টিফিকেট ছাড়া যাওয়া যাবে না সৌদি আরবে [সর্বশেষ আপডেট নিউজ]
২০২৫ সালের ১৩ আগস্ট থেকে তাকামুল সার্টিফিকেট (Takamul Certificate) ছাড়া নতুন করে আর সৌদি আরবে যাওয়া যাবে না বা ভিসা পাওয়া যাবে না। সর্বশেষ আপডেট খবর থেকে জানা যায় যে, ১৩ আগস্ট মাসের ২০২৫ সালের পর থেকে যেকোনো ভিসার মাধ্যমে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে 'তাকামুল সার্টিফিকেট' বাধ্যতামূলক করা হয়েছে।
তবে, ১৩ ই আগস্ট ২০২৫ এর আগে লোড/ডাউনলোড, অফিস ফেসিলিটি বা ক্লিনার প্রফেশনে যারা মোফা করেছেন তারা তাকামুল সার্টিফিকেট (Takamul Certificate) ছাড়াই সৌদি ভিসা করতে পারবেন। কিন্তু নতুন নিয়ম অনুসারে, ১৩ ই আগস্টের পর থেকে মোফা করার ক্ষেত্রে প্রয়োজন হবে তাকামুল সার্টিফিকেটের।
বর্তমানে নতুন করে যারা সৌদি আরবে যাবেন তাদেরকে প্রথমে তাকামুল সার্টিফিকেট করে, মেডিকেল করে তারপরে মোফা করতে হবে। অনেকে আবার জানতে চান যে, ক্লিনার বা লোড/আনলোড কাজের ভিসার ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা! দেখুন সর্বশেষ আপডেট নিউজ অনুযায়ী, সমস্ত ভিসার ক্ষেত্রেই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে।
সর্বশেষ কথা: ২০২৫ সালের ১৩ ই আগস্ট সৌদি এম্বাসি থেকে প্রকাশিত হওয়া তাকামুল সার্টিফিকেট এর সর্বশেষ আপডেট নিউজ (খবর) সম্পর্কে আজকে আর্টিকেলে বিস্তারিত বলেছি। আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাতে পারেন।