তাকামুল সার্টিফিকেট মানে কি | তাকামুল সার্টিফিকেট কিভাবে করবো ২০২৫
তাকামুল সার্টিফিকেট মানে কি, তাকামুল সার্টিফিকেট কিভাবে করবো ২০২৫ সহ তাকামুল সার্টিফিকেট সম্পর্কিত অন্যান্য বিষয়ে আজকের পোস্টে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা তাকামুল সার্টিফিকেট মানে কি, কিভাবে করতে হবে, বর্তমানে তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি করতে থাকুন।
তাকামুল সার্টিফিকেট মানে কি
তাকামুল সার্টিফিকেট মানে হলো: স্কিল টেস্ট। অর্থাৎ, আপনার ভিসা যে পেশায় (Profession) ঐ পেশার জন্য একটা দক্ষতা সাটিফিকেট। আরো সহজ ভাবে বলতে গেলে তাকামুল সার্টিফিকেট হল আপনার কাজের দক্ষতার প্রমাণপত্র। তাকামুল সার্টিফিকেটের জন্য ২ ঘন্টার পরিক্ষা হয়ে থাকে।
বর্তমানে সৌদি আরবে যাওয়ার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। তাকামুল সার্টিফিকেটের বাধ্যবাধকতা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে 'তাকামুল সার্টিফিকেট সর্বশেষ আপডেট নিউজ' টাইটেলের আমাদের এই পোস্টটি পড়ে নিতে পারেন।
তাকামুল সার্টিফিকেট কিভাবে করবো ২০২৫
২০২৫ সালে তাকামুল সার্টিফিকেট করার জন্য আপনাকে প্রথমে https://svp-international.pacc.sa/home এই ওয়েবসাইট থেকে অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার পর আপনাকে নির্দিষ্ট একটি ডেট দেওয়া হবে। তারপর সেই ডেটে আপনি যেই সেন্টারে এপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই সেন্টারে যেয়ে পরীক্ষা দিতে হবে।
পরীক্ষা দেওয়ার পরে যদি আপনি পাস করেন তখন আপনি তাকামুল সার্টিফিকেট পাবেন আর যদি পাস না করেন তবে, পুনরায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তাকামুল সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে মৌখিক, লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে।
আমরা যখন আমাদের এই পোস্টটি লিখছিলাম তখন বাংলাদেশে তাকামুল সার্টিফিকেটের জন্য মোট সেন্ট্রারের সংখ্যা ছিল ১৫ টি তবে, পরবর্তীতে এই সংখ্যা বাড়তে বা কমতে পারে। তবে, আপনার ক্ষেত্রে কতগুলো তাকামুল সেন্টার এলিজিবল থাকবে সেটি নির্ভর করে আপনি কোন পেশায় সার্টিফিকেট নিতে চাচ্ছেন সেটির উপর।
তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা 2025
২০২৫ সালের ১৩ ই আগস্ট সৌদি দূতাবাস (Embassy) সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবের সমস্ত পেশার ভিসার ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেট লাগবে এবং তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এটি সম্পর্কে বিস্তারিত জানতে 'তাকামুল সার্টিফিকেট সর্বশেষ আপডেট নিউজ' সম্পর্কিত এই পোস্টটি পড়ে নিন।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে 'তাকামুল সার্টিফিকেট' সম্পর্কে অধিক জিজ্ঞাসাকৃত ৩ টি প্রশ্নের উত্তর সহজ ভাবে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই পোস্টে। আশা করি, আপনারা যারা 'তাকামুল সার্টিফিকেট' সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন তাদের জন্য আজকের পোস্টটি উপকারে আসবে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে পোস্ট করার জন্য।