সৌদি আরবে যাওয়ার জন্য ফিঙ্গার দেওয়ার পর কি তাকামুল সার্টিফিকেট লাগবে ২০২৫

সৌদি আরবে যাওয়ার জন্য ফিঙ্গার দেওয়ার পর কি তাকামুল সার্টিফিকেট লাগবে ২০২৫

আপনারা সবাই জানেন যে, ২০২৫ সালে নতুন করে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে হলে বেশিরভাগ প্রফেশনের ক্ষেত্রেই তাকামুল সার্টিফিকেট এর প্রয়োজন পড়ছে। তাই আমার কাছে অনেকে এধরণের প্রশ্ন করেছেন যে, ভাই আমি ফিঙ্গার কমপ্লিট করেছি এখন কি তাকামুল সার্টিফিকেট লাগবে ভিসার জন্য??

এর সঠিক উত্তর হলো; না। বর্তমান নিয়ম অনুসারে, নতুন করে মোফা করার জন্য প্রয়োজন হবে তাকামুল সার্টিফিকেটের। অর্থাৎ, তাকামুল সার্টিফিকেট ছাড়া মোফা করা যাবে না। তাই যারা পূর্বে মোফা করেছেন বা ফিঙ্গার দিয়েছেন তাদের ক্ষেত্রে সৌদি ভিসা পাওয়ার জন্য নতুন করে তাকামল সার্টিফিকেটের কোন প্রয়োজন নেই।


সুতরাং, আপনারা যারা টেনশন করছিলেন যে; আমি তো ফিঙ্গার দিয়েছি এখন তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি ভিসা পাবো কিনা বা কোন সমস্যা হবে কিনা!! তাদেরকে বলছি ভাই কোন টেনশন করেন না.. কারণ; যারা ইতিমধ্যে মোফা করে ফেলেছেন তারা তাকামুল সার্টিফিকেট ছাড়াই সৌদি ভিসা পেয়ে যাবেন।

আর আপনাদের জন্য সতর্কতা যে, যদি আপনার দালাল বলে; ফিঙ্গার দেওয়ার পর তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা হবে না.. তবে, তার কথা শুনে যেন অতিরিক্ত টাকা খরচ করতে যাবেন না বা তাকামুল সার্টিফিকেট করতে যাবেন না! কারণ, পূর্বে মোফা হলে নতুন করে তাকামুল সার্টিফিকেট লাগবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন