লোড আনলোড ভিসায় সৌদিতে যেতে কি তাকামুল সার্টিফিকেট লাগবে ২০২৫
পূর্বে পোস্টে 'তাকামুল সার্টিফিকেট আবেদন করার নিয়ম ২০২৫' সম্পর্কে কথা বলেছিলাম। আজকের পোস্টে আলোচনা করা হবে 'লোড আনলোড ভিসায় সৌদিতে যেতে কি তাকামুল সার্টিফিকেট লাগবে ২০২৫' এই বিষয়টি সম্পর্কে। চলুন মূল আলোচনা শুরু করি।
লোড আনলোড ভিসায় সৌদি আরবে যেতে কি তাকামুল সার্টিফিকেট লাগবে ২০২৫
সৌদি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অবশ্যই লোড আনলোড ভিসায় সৌদি আরবে তাকামুল সার্টিফিকেট লাগবে। অর্থাৎ, আপনারা যারা লোড আনলোড ভিসার মাধ্যমে সৌদি আরবে মাধ্যমে যাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে।
সৌদি আরবের বর্তমান নিয়মে; ২/৩ টি পেশা ব্যতীত বেশিরভাগ পেশার ক্ষেত্রেই তাকামুল সার্টিফিকেট এর প্রয়োজন হচ্ছে এবং তাকামুল সার্টিফিকেট ছাড়া মোফা করা যাচ্ছে না। সুতরাং, আপনারা যারা এখন সৌদি আরবে যাবেন নতুন নিয়মে তাদেরকে প্রথমে তাকামুল সার্টিফিকেট করে, তারপর মোফা করতে হবে।
সর্বশেষ কথা
২০২৫ সালে লোড আনলোড ভিসায় সৌদি আরবে যাওয়ার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা সেটি সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য প্রদানের চেষ্টা করেছি। কিন্তু আপনাদের যদি এখনো কোন বিষয়ে প্রশ্ন থাকে তবে, নিঃসংকোচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন।

