তাওয়াক্কালনা একাউন্টের কাজ কি

তাওয়াক্কালনা একাউন্টের কাজ কি
অনেকে রয়েছেন যারা সৌদি আরবে থাকেন অথচ তাওয়াক্কালনা সার্ভিস একাউন্ট/অ্যাপের কাজ কি সেটি সম্পর্কে জানেন না। কিন্তু, তাওয়াক্কালনা সার্ভিস অ্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল সৌদি প্রবাসীদের জন্য। তাই, আজকের আর্টিকেলে তাওয়াক্কালনা (Tawakkalna) সার্ভিসের কাজ কি সেটি সম্পর্কে তথ্য প্রদান করা হবে। চলুন মূল আলোচনা শুরু করি।

তাওয়াক্কালনা একাউন্টের কাজ কি

তাওয়াক্কালনা (Tawakkalna) সার্ভিস অ্যাপে আপনারা আকামা কার্ড তথ্য, স্পন্সরের নাম, ইকামা নাম্বার, ইকামা নাম্বারের মেয়াদ উত্তীর্ণের তারিখ, ইন্সুরেন্স সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। নিচের তালিকার মাধ্যমে তাওয়াক্কালনার প্রদান কয়েকটি সার্ভিসের কথা উল্লেখ করা হল।

  • ইকামার যাবতীয় তথ্য
  • হজ ও ওমরাহ অনুমতি
  • ই-পারমিট ইস্যু করা
  • কোভিড-১৯ পরীক্ষা বুকিং
  • টিকা বুকিং
  • স্বাস্থ্য স্ট্যাটাস দেখানো
  • ডিজিটাল স্বাস্থ্য রিপোর্ট
  • কন্টাক্ট ট্রেসিং
  • সরকারি সেবার অ্যাক্সেস
  • ভ্রমণ তথ্য সংরক্ষণ ইত্যাদি

সৌদি আরবে তাওয়াক্কালনা (Tawakkalna) সার্ভিস অ্যাপকে বলা হয়ে থাকে সুপার অ্যাপ। অর্থাৎ, এই এক অ্যাপের মাধ্যমে আপনারা সৌদি আরবে প্রয়োজনীয় প্রায় সকল সরকারি সার্ভিস গ্রহণ করতে পারবেন। তাই, সৌদি প্রবাসী কিংবা সৌদিতে হজ্জ বা ওমরা করতে যাওয়া মানুষদের জন্য তাওয়াক্কালনা (Tawakkalna) সার্ভিস অ্যাপটি ব্যবহারের পরামর্শ থাকলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন