পাসপোর্ট দিয়ে তাওয়াক্কালনা খোলার নিয়ম 2025
পূর্বে পোস্টে 'নতুন ইকামা বা আবসারের মাধ্যমে তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫' সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে, অনেকে পাসপোর্ট দিয়ে তাওয়াক্কালনা সার্ভিস খোলার নিয়ম সম্পর্কেও জানতে চান। তাই আজকের পোস্টে ২০২৫ সালে পাসপোর্ট দিয়ে তাওয়াক্কালনা সার্ভিস খোলার উপায় দেখাবো।
পাসপোর্ট দিয়ে তাওয়াক্কালনা সার্ভিস খোলার নিয়ম 2025
২০২৫ সালে পাসপোর্টের তাওয়াক্কালনা সার্ভিস খোলার জন্য প্রথমে গুগল প্লে বা অ্যাপলে স্টোর থেকে 'Tawakkalna' অ্যাপটি ইন্সটল করে নিন। তারপর অ্যাপটি ওপেন করে 'Skip' লেখার উপর ট্যাপ করুন। তারপর 'Login or Register' লেখার উপরে ক্লিক করুন।
এখন 'Sign in using username' লেখার উপরে ট্যাপ করুন। তারপর 'Sign up' লেখার উপরে ক্লিক করে 'Visitor / Gulf' লেখার উপর ট্যাপ করুন এবং 'Identity type' থেকে 'Passport' অপশন সিলেক্ট করে নিন।
তারপর 'Passport number' এর বক্সে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। 'Nationality' এর বক্সে 'Bangladesh' সিলেক্ট করে নিন। 'Date of birth' বক্সে আপনার জন্ম তারিখ, জন্মদিন এবং সাল সিলেক্ট করে নিন। তারপর 'Mobile number' এর বক্সে মোবাইল নাম্বার লিখে 'I agree to the Terms and Conditions And Privacy Policy' লেখায় টিকমার্ক করে 'Next' বাটনের উপর ক্লিক করুন।
এখন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে। এখন সেই ওটিপি কোড দিয়ে তাওয়াক্কালনা (Tawakkalna) একাউন্টের নাম্বার ভেরিফাই করে নিন। আর যদি আপনার সিম কার্ডটি যেই মোবাইল দিয়ে তাওয়াক্কালনা অ্যাকাউন্ট করছেন সেই ফোনে থাকে তবে, অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে।
মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য 'New Password' এর বক্সে যেকোনো একটি স্ট্রং পাসওয়ার্ড লিখুন। পাসওয়ার্ডের মধ্যে আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার থাকতে হবে এবং পাসওয়ার্ডটি সর্বনিম্ন ৮ ডিজিট হতে হবে।
আপনার যখন 'New Password' এর বক্সে পাসওয়ার্ড লেখা হয়ে যাবে তারপর একই পাসওয়ার্ডটি পুনরায় 'Confirm New Password' এর বক্সে লিখতে হবে। তারপর 'NEXT' লেখার উপরে ক্লিক করতে হবে।
তারপর উপরের ছবির মত 'Location policy' এর একটি উইন্ডো ওপেন হবে এখানে 'I read the instructions and agree to them' লেখা বক্সে টিকমার্ক করে 'Agree' লেখার উপরে ক্লিক করুন এবং আপনার লোকেশন সিলেক্ট করে নিন।
এই পর্যায়ে অবশ্যই আপনার মোবাইলের লোকেশন অন করতে হবে। এছাড়াও, আপনার মোবাইলে সৌদি টাইম এবং ডেট সেট থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই মোবাইলে সেটিংস থেকে 'Tawakkalna' অ্যাপের লোকেশন পারমিশন Allow করা থাকতে হবে।
তারপর আপনার সামনে কয়েকটি প্রশ্ন দেখাবে এবং সেখানে No অথবা Yes সিলেক্ট করে উত্তর দিতে বলবে। এখন এখান থেকে সবগুলো 'No' সিলেক্ট করে 'Next' বাটনের উপর ক্লিক করুন। তারপর কোন সমস্যা না থাকলে আপনার সামনে তাওয়াক্কালনা (Tawakkalna) সার্ভিস ড্যাশবোর্ড ওপেন হবে এবং সফলভাবে আপনার তাওয়াক্কালনা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
সর্বশেষ কথা
আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের ২০২৫ সালে কিভাবে পাসপোর্ট দিয়ে তাওয়াক্কালনা সার্ভিস অ্যাকাউন্ট খুলতে হয় সেটি দেখিয়েছে। আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। কিন্তু, আর্টিকেলটি সম্পর্কে আপনার যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্ট করে সেটি আমাদেরকে জানাতে পারেন।








