তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার নিয়ম ২০২৫

তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার নিয়ম ২০২৫
পূর্বে আর্টিকেলে 'পাসপোর্ট দিয়ে তাওয়াক্কালনা খোলার নিয়ম 2025' সম্পর্কে দেখেছিলাম। আজকের আর্টিকেলে দেখাবো কিভাবে তাওয়াক্কালনা একাউন্ট লগইন করবেন সেটি সম্পর্কে। তাই আপনারা যারা তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার নিয়ম ২০২৫ সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার নিয়ম ২০২৫

২০২৫ সালে তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার জন্য অবশ্যই আপনার তাওয়াক্কালনা অ্যাপে (Tawakkalna App) একাউন্ট খোলা থাকতে হবে। আপনার যদি তাওয়াক্কালনা অ্যাকাউন্ট না থাকে তবে, আবসার/ইকামার মাধ্যমে কিভাবে তাওয়াক্কালনা অ্যাকাউন্ট খুলতে হয় সেটি জানতে 'নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫' টাইটেলের আর্টিকেলটি পড়ুন।

তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার নিয়ম ২০২৫

তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার জন্য প্রথমে 'Tawakkalna' অ্যাপটি ওপেন করে নিন। তারপর 'Skip' লেখার উপরে ক্লিক করুন। তারপর 'Login or Register' লেখার উপরে ট্যাপ করুন।

তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার নিয়ম ২০২৫

এখন 'Sign in using username' লেখার উপরে ট্যাপ করুন। তারপর 'Citizen / Resident' উপরে ট্যাপ করে 'ID Number' এর বক্সে আপনার ইকামা নাম্বার এবং 'Password' এর বক্সে আপনার পাসওয়ার্ড লিখে 'Sign in' লেখার উপর ক্লিক করুন।

তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার নিয়ম ২০২৫

তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। সেটি বসিয়ে দিলেই আপনার তাওয়াক্কালনা একাউন্টে লগইন হয়ে যাবে বা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে।

এখন চলুন আপনারা যারা পাসপোর্ট দিয়ে তাওয়াক্কালনা একাউন্ট Sign up করেছিলেন তারা কিভাবে লগইন করবেন চলুন সেটি রেখে দেয়!

তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার নিয়ম ২০২৫

পাসপোর্টের মাধ্যমে তাওয়াক্কালনা একাউন্ট লগইন করতে 'Sign in using username' এর উপর ক্লিক করার পর Visitor/ Gulf' অপশন সিলেক্ট করে 'Passport number / GCC' এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার, 'Nationality' এর ঘরে 'Bangladesh' সিলেক্ট করুন এবং 'Password' এর ঘরে পাসওয়ার্ড লিখে 'Sign in' লেখার উপর ক্লিক করুন।

তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার নিয়ম ২০২৫

তারপর উপরে দেখানো নিয়মে একই ভাবে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিন। মোবাইল নাম্বার ভেরিফাই করার পর আপনারা আপনাদের 'তাওয়াক্কালনা' একাউন্টে লগইন করতে পারবেন।

পরিশেষে কিছু কথা

২০২৫ সালে তাওয়াক্কালনা একাউন্ট লগইন করার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের ধাপে ধাপে দেখিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, সেটি আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন