আল রাজি ব্যাংক মোবাইল নাম্বার চেঞ্জ করার নিয়ম ২০২৬
পূর্বের পোস্টে 'আল রাজি ব্যাংক একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় ২০২৬' সম্পর্কে দেখেছিলাম। আজকে দেখাবো 'আল রাজি ব্যাংক মোবাইল নাম্বার চেঞ্জ করার নিয়ম ২০২৬' সম্পর্কে। তাহলে চলুন আমাদের আজকের মূল আলোচনা শুরু করা যাক।
আল রাজি ব্যাংক মোবাইল নাম্বার চেঞ্জ করার নিয়ম ২০২৬
২০২৬ সালে আল রাজি ব্যাংক মোবাইল নাম্বার চেঞ্জ বা পরিবর্তন করার জন্য সেলফ সার্ভিস মেশিনে যাওয়ার পর উপরে দেখানো ছবি মত করে কার্ডটি প্রথমে মেশিনে করাতে হবে। তারপর 'cardless transactions' লেখার উপর ট্যাগ/ক্লিক করতে হবে।
এখন ভাষা হিসেবে ইংরেজি বা আরবি সিলেক্ট করে নিতে হবে। আমরা ইংরেজি সিলেক্ট করবো তাই 'english' লেখার উপর ক্লিক করছি। তারপর সিকিউরিটির কারণে কার্ডের গোপন পিন ইন্টার করতে হবে। তারপর 'update customer information' লেখায় ক্লিক করতে হবে।
এখন 'update and activate mobile number' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর 'agree' লেখায় ক্লিক করতে হবে। তারপর প্রথমটি 'yes', দ্বিতীয়টি 'no' এবং তৃতীয়টি ও চতুর্থটি 'yes' সিলেক্ট করার পর 'continue' বাটনে ক্লিক করতে হবে।
এখন আল রাজি ব্যাংকের পূর্বের মোবাইল নাম্বার চেঞ্জ করে নতুন যেই মোবাইল নাম্বারটি সেট করতে চান সেটি লেখার পর 'continue' বাটনে ক্লিক করতে হবে। তারপর মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার জন্য প্রাপ্ত ওটিপি কোডটি লিখে 'continue' লেখার উপর ক্লিক করতে হবে।
এখন আপনার ফিঙ্গার বা আঙ্গুলের ছাপ দিতে হবে। ফিঙ্গার দেওয়ার জন্য উপরের ছবিতে দেখানো স্থানে শাহাদাত আঙ্গুলের চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপর আপনি যদি আর কোন ট্রানজেকশন না করতে চান তবে, 'no' লেখায় ক্লিক করলে কার্ডটি মেশিন থেকে বের হয়ে আসবে।
সর্বশেষ কথা
২০২৬ সালে আল রাজি ব্যাংক মোবাইল নাম্বার চেঞ্জ বা পরিবর্তন করার নিয়ম সম্পর্কে আজকে ধাপে ধাপে সহজভাবে আপনাদেরকে বুঝিয়েছি। আশা করি আপনারা পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন। পোস্টটি সম্পর্কে আপনাদের মন্তব্য বা প্রশ্ন জানাতে আমাদেরকে কমেন্ট করতে পারেন।















