আল রাজি ব্যাংক থেকে বাংলাদেশে নামের উপর বা গোপন নাম্বারে টাকা পাঠানোর নিয়ম ২০২৫
২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে বাংলাদেশে নামের উপর বা গোপন নাম্বারে টাকা পাঠানোর নিয়ম দেখানো হবে আজকের এই পোস্টে। তাই আপনারা যারা সম্পূর্ণ বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিভাবে গোপন নাম্বার বা নামের উপরে আল রাজি ব্যাংক থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয় সেটি সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
আল রাজি ব্যাংক থেকে নামের উপর বা গোপন নাম্বারে টাকা পাঠানোর নিয়ম ২০২৫
২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে বাংলাদেশে নামের উপর বা গোপন নাম্বারে টাকা পাঠানোর জন্য প্রথমে "alrajhi bank" অ্যাপটি ওপেন করতে হবে। তারপর নিচের মেনু থেকে "Transfers" এর উপরে ট্যাপ করে উপরের ডান দিক থেকে "New Beneficiary" লেখার উপর ক্লিক করতে হবে।
এখন "International Beneficiary" লেখার উপর ক্লিক করতে হবে। তারপর "To Individual" সিলেক্ট করে Country হিসেবে "Bangladesh", Currency হিসেবে "BDT-Bangladesh Taka", Select Delivery Option থেকে "Cash Pickup" এবং Select Bank /Service Provider Name এর নিচের বক্স থেকে "MONEYGRAM-C2C provider" সিলেক্ট করে "Next" লেখার উপর ক্লিক করতে হবে।
তারপর আইডি কার্ড অনুযায়ী 'Beneficiary's First and Second Names' বক্সে নামের প্রথম অংশ এবং 'Beneficiary's First and Second Names' বক্সে নামের শেষের অংশ লিখে 'Beneficiary Nationality' থেকে "Bangladesh" সিলেক্ট করে "Next" বাটনের উপর ক্লিক করতে হবে।
এখন প্রদত্ত সকল তথ্যগুলো ভালোভাবে যাচাই করার পর "Confirm" লেখা বাটনের উপর ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বারে প্রাপ্ত কোডটি বসিয়ে মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে।
এখন 'Call Me Now' বাটনের উপর ক্লিক করতে হবে। তারপর আপনারা আপনাদের মোবাইল নাম্বারে বেনিফিশিয়ারি ভেরিফাই করার জন্য কল পাবেন। কলটি রিসিভ করতে হবে তারপর প্রথমে যেই কোডটি চাপতে বলবে ডায়ালপ্যাড ওপেন করে সেই কোডটি চাপলে ভেরিফাই হয়ে যাবে বা বেনিফিশিয়ারি এড হয়ে যাবে।
এখন হোম পেইজের মেনু থেকে 'Transfers' অপশন, তারপর 'International' সিলেক্ট করতে হবে। তারপর আপনি যেই বেনেফিশিয়ারির নামের উপর বা গোপন নাম্বারে টাকা পাঠাতে চান তার নামের নিচে 'View Accounts' লেখার উপরে ট্যাপ করতে হবে। আমরা 'Hosnera Begum' কে টাকা পাঠাবো তাই তার নামের নিচে 'View Accounts' লেখায় ট্যাপ করে 'MONEYGRAM - C2C provider' লেখার উপর ক্লিক করছি।
তারপর 'Transfer Amount' এর নিচে ফাঁকা বক্সে আপনি কত সৌদি রিয়াল পাঠাতে চাচ্ছেন সেটি লিখতে হবে। তারপর Select a Purpose এর নিচ থেকে 'Family Expenses' সিলেক্ট করার পর 'Next' লেখার উপর ক্লিক করতে হবে।
তারপর আপনারা সামারি আকার সৌদি রিয়ালের রেট সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। ভালোভাবে চেক করার পর সবকিছু ঠিকঠাক থাকলে 'Confirm' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে প্রাপ্ত ওটিপি কোড লিখে।
মোবাইল নাম্বার ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনারা একটি 'রেফারেন্স নাম্বার' পাবেন। আর ওই রেফারেন্স নাম্বারটিই হল গোপন নাম্বার। এখন আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তাকে ওই রেফারেন্স নাম্বারটি বললেই সে যেকোনো ব্যাংক থেকে টাকা উঠাতে পারবেন।
তবে হ্যাঁ, অবশ্যই টাকা উঠানোর সময় সাথে করে আইডি কার্ড নিয়ে যেতে হবে। নিরাপত্তা জনিত কারণে আমরা রেফারেন্স নাম্বার সংক্রান্ত কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারছিনা বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
উপসংহার
২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে বাংলাদেশে নামের উপর বা গোপন নাম্বারে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে আপনাদের ধাপে ধাপে বুঝিয়েছি। তবে, কোন বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার কথা আমাদের লিখে জানাতে পারেন। আর পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।