আল রাজি ব্যাংক থেকে আল রাজি ব্যাংক টাকা পাঠানোর নিয়ম ২০২৫
পূর্বের পোস্টে 'আল রাজি ব্যাংক থেকে বাংলাদেশে নামের উপর বা গোপন নাম্বারে টাকা পাঠানোর নিয়ম ২০২৫' সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে দেখাবো 'আল রাজি ব্যাংক থেকে আল রাজি ব্যাংক টাকা পাঠানোর নিয়ম ২০২৫' সম্পর্কে। সুতরাং, উক্ত বিষয়টি সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
আল রাজি ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫
২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে টাকা পাঠানোর জন্য প্রথমে 'AlRajhi Bank' অ্যাপে প্রবেশ করে লগইন করে নিতে হবে। তারপর হোম পেইজের নিচের অপশন থেকে 'Transfers' লেখার উপর ট্যাপ করতে হবে।
এখন উপরের ডান সাইড থেকে 'New Beneficiary' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর 'alrajhi bank Beneficiaries' লেখার উপরে ট্যাপ করতে হবে। তারপর 'Add New Beneficiary' লেখার উপর ক্লিক করতে হবে।
এখন এখান থেকে ৩ টি উপায়ে আপনারা আল রাজি ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে টাকা টাকা পাঠাতে পারবেন, যথা; অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে, মোবাইল নাম্বারের মাধ্যমে এবং IBAN নাম্বারের মাধ্যমে। দেখানোর সুবিধার্থে আমরা 'IBAN' অপশন সিলেক্ট করে IBAN এবং Nickname লেখার পর 'Next' বাটনে ক্লিক করছি।
তারপর অ্যাকাউন্ট নাম্বার এবং নাম (আরবিতে) দেখাবে। নাম এবং অ্যাকাউন্ট নাম্বার ভালোভাবে দেখে নিবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে, 'Confirm' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর প্রাপ্ত ওটিপি কোড লিখে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে।
এই পর্যায়ে 'Call Me Now' বাটনে ক্লিক করার পর বেনিফিশিয়ারি ভেরিফিকেশন করার জন্য আল রাজি ব্যাংক থেকে আপনাকে কল দেওয়া হবে। কল করে দুটি কোড বলবে। তখন প্রথমে যেই কোডটি বলবে ওই কোডটি কলে থাকা অবস্থায় ডায়াল করলে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তারপর অ্যাপ থেকে 'Done' লেখা বাটনে ক্লিক করতে হবে।
এখন আল রাজি ব্যাংকের হোম পেইজ থেকে 'Transfers' অপশনের উপর ক্লিক করুন। তারপর 'My Beneficiaries' অপশনে ক্লিক ক্লিক করার পর 'alrajhi bank Beneficiaries' লেখায় ক্লিক করতে হবে। তারপর একাউন্টের নামের ওপর ক্লিক করে একাউন্ট সিলেক্ট করে নিতে হবে।
এখন নিচের 'Transfer' লেখা বাটনের উপরে ট্যাপ করতে হবে। তারপর 'Transfer Amount' লেখার নিচের বক্সে কত সৌদি রিয়াল ট্রান্সফার করতে চান তার পরিমাণ লিখতে হবে। দেখানোর সুবিধার্থে আমরা ১০০ লিখে 'Personal Remittances' লেখার উপর একটি ট্যাপ করে 'Next' বাটনে ক্লিক করছি।
তারপর সামারি আকারে আপনারা কোন একাউন্টে টাকা পাঠাচ্ছেন, কত টাকা পাঠাচ্ছেন সহ বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবেন। সমস্ত তথ্য যাচাই করার পর 'Confirm' বাটনে ক্লিক করতে হবে।
এখন মোবাইল নাম্বার ভেরিফাই করে নিলেই আপনার আল রাজি ব্যাংক থেকে আপনি যেই আল রাজি ব্যাংক একাউন্টে টাকা পাঠাবেন সেই একাউন্টে টাকা চলে যাবে এবং আপনারা 'Transfer Sent Successfully' অ্যাপে এরকমই মেসেজ দেখতে পারবেন।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে আল রাজি ব্যাংকের একটি একাউন্ট থেকে আল রাজি ব্যাংকের অন্য একাউন্টে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে আপনাদের আজকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি এই পোস্টটি উপকারী মনে হয় তবে, সৌদিতে থাকা আপনার পরিচিত বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন।