আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫
২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে সৌদি আরবের অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে আজকে তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা যারা আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম 2025 সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য প্রথমে 'Alrajhi Bank' অ্যাপে প্রবেশ করার পর হোম পেইজ থেকে 'Transfers' লেখার উপর ট্যাপ করে 'New Beneficiary' লেখার উপর ক্লিক করতে হবে।

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

এখন বেনিফিশিয়ারি টাইপ থেকে 'Local Bank Beneficiary' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর 'IBAN' লেখা ফাঁকা বক্সে IBAN নাম্বার, 'Bank Name' বক্সে যেই ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংকের নাম, 'First Name' বক্সে নামের প্রথম অংশ, 'Family Name' বক্সে নামের শেষ অংশ লেখার পর 'Next' বাটনে ক্লিক করতে হবে।

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

এখন 'Confirm' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য প্রাপ্ত ওটিপি কোডটি ফাঁকা বক্সে লিখে দিতে হবে।

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

এই পর্যায়ে 'Call Me Now' ওপর ক্লিক করার পর আপনাকে আল রাজি ব্যাংক থেকে স্বয়ংক্রিয় কল ভেরিফিকেশনের জন্য কল দেওয়া হবে। ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য কলটি রিসিভ করার পর আপনাকে যেই কোডটি প্রথমে ডায়াল করতে বলবে কলে থাকা অবস্থায় সেই কোডটি ডায়াল করতে হবে। আমাদের ক্ষেত্রে কোড ৮ ছিল। তাই ৮ ডায়াল করে দিচ্ছি।

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

কল ভেরিফিকেশন কমপ্লিট করার পর আপনারা 'Beneficiary has been successfully activated' মেসেজ দেখতে পারবেন এবং আপনাদের লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। এখন 'Go to Transfers' বা হোম পেইজ থেকে 'Transfers' লেখায় ক্লিক করতে হবে।

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

এখন উপরের অপশন গুলোর মধ্যে থেকে 'Local' লেখাটি সিলেক্ট করে বেনিফিশিয়ারি এর নামের উপর ট্যাপ করতে হবে। তারপর 'Transfer Amount' এর নিচে থেকে আপনি আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে কত টাকা পাঠাতে চান সেটি লিখে একাউন্ট সিলেক্ট করুন, তারপর Select a Purpose এর নিচে থেকে টাকা পাঠানোর যেকোনো একটি কারণ সিলেক্ট করে 'Next' লেখায় ক্লিক করুন। দেখানোর সুবিধার্থে আমরা 'Family Expenses' সিলেক্ট করলাম।

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

এখন আপনার সামারি আকারে আল রাজি ব্যাংক থেকে অন্য যে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেটি সম্পর্কিত বিস্তারিত দেখতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে 'Confirm' লেখায় ক্লিক করুন। তারপর মোবাইল নাম্বার ভেরিফাই করলেই আপনি অন্য যেই ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন সেই একাউন্টে টাকা চলে যাবে।

উপসংহার

২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে আজকের পোস্টে আপনাদের সঙ্গে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি। পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটি পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন