সৌদি আরব আমেল মঞ্জিল ভিসা বেতন কত, আকামা খরচ কত, ভিসা দাম কত ২০২৫
২০২৫ সালে সৌদি আরব আমেল মঞ্জিল ভিসা বেতন কত, আকামা খরচ কত, ভিসা দাম কত সেই বিষয়গুলো সম্পর্কে আজকের পোস্টে তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা যারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
আমেল মঞ্জিল ভিসা বেতন কত ২০২৫
২০২৫ সালে আমেল মঞ্জিল ভিসা বেতন কত হবে সেটি নির্ভর করবে আমেল মঞ্জিলের কাজের ধরন, আপনার কফিল আপনাকে কতক্ষণ কাজ করাবে, থাকা-খাওয়া কফিলের মধ্যে কিনা সহ ইত্যাদি পারিপার্শ্বিক বিষয়ের উপরে।
কিন্তু একাধিক বিশ্বস্ত সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বর্তমানে হাউস ক্লিনার, হাউস ড্রাইভার, সিকিউরিটি গার্ড সহ ইত্যাদি পেশাগুলোর ক্ষেত্রে আমেল মঞ্জিল ভিসার মাসিক গড় বেতন ১,২০০ থেকে ১,৫০০ সৌদি রিয়াল।
সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা আকামা খরচ কত 2025
আপনারা জানেন সৌদি আরবের ছোট-বড় যেকোনো মহাচাচা (আমেল আইডি) ভিসার ক্ষেত্রে বাৎসরিক আকামা খরচ ৯,৬০০ সৌদি রিয়াল যা আমেল মঞ্জিল ভিসার আকামা খরচের সাথে তুলনা করলে অনেক গুণ বেশি!
২০২৫ সালে সৌদি আরব আমেল মঞ্জিল বা ডোমেস্টিক ভিসার আকামা খরচ হলো: ৩ মাসের জন্য ১৬৩ সৌদি রিয়াল, ৬ মাসের জন্য ৩২৫ সৌদি রিয়াল, ৯ মাসের জন্য ৪৮৮ সৌদি রিয়াল এবং ১ বছরের জন্য ৬৫০ সৌদি রিয়াল।
সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসার দাম কত ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসার দাম হিসেবে কফিলকে কোন টাকা দিতে হয়না! তবে, আপনাকে ভিসা স্টাম্পিং, প্রসেসিং, বিমান টিকেট সহ অন্যান্য ব্যয় করতে হবে। কিন্তু বাংলাদেশে বর্তমানে আমেল মঞ্জিল ভিসার ক্ষেত্রে দালাল বা এজেন্সিগুলো সর্বসাকুল্যে (সৌদি আরব যাওয়া পর্যন্ত) ৪ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে।
সর্বশেষ কথা
২০২৫ সালে সৌদি আরব আমেল মঞ্জিল ভিসা বেতন কত, আকামা খরচ কত, ভিসা দাম কত সেই ৩ টি প্রশ্নের সহজ এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি আজকের পোস্টে। তবে, এখনো যদি আপনাদের এই বিষয়ে অন্য কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। ধন্যবাদ।