আমেল মঞ্জিল ভিসা কাজ কি বা মানে কি
সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা কাজ কি বা মানে কি সেই বিষয়টি সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা আমেল মঞ্জিল ভিসার কাজ বা মানে সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
আমেল মঞ্জিল ভিসা মানে কি
আমেল (عامل) একটি আরবি শব্দ, যার মানে শ্রমিক বা কর্মী। আর মঞ্জিল (منزل) মানে বাসা বা গৃহ। সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা বলতে মূলত গৃহকর্মী বা বাড়ির কাজের সহকারী (Domestic Worker) ভিসাকে বোঝানো হয়। আমেল মঞ্জিল ভিসার মাধ্যমে যারা সৌদি আরবে যায় তারা সাধারণত কোনো সৌদি পরিবার বা বাসার জন্য সরাসরি নিয়োগপ্রাপ্ত হন।
আমেল মঞ্জিল ভিসা কাজ কি
আমেল মঞ্জিল ভিসা (عامل منزل) সৌদি আরবের গৃহকর্মী বা ডোমেস্টিক ভিসা। আমেল মঞ্জিল ভিসার অধীনস্থ কর্মীকে সৌদি পরিবারের বাড়িতে কাজ করার জন্য নিয়োগপ্রাপ্ত করা হয়ে থাকে। আমেল মঞ্জিল ভিসায় যেসকল কাজ করতে হয় সেগুলোর একটি তালিকা নিচে দেওয়া হল।
- ঘরের দৈনন্দিন কাজ (ঝাড়ু দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা করা, কাপড় ধোয়া ইত্যাদি)
- রান্না করা বা রান্নায় সহায়তা করা
- বাড়ি বা এপার্টমেন্ট দেখাশোনা করা
- দৈনন্দিন বাজারঘাট করা
- হাউস ড্রাইভার
- সর্বোপরি বাড়ির দৈনন্দিন সকল কাজে সাহায্য করা
সর্বশেষ কথা
আজকের আর্টিকেলে আমেল মঞ্জিল ভিসা কাজ কি বা মানে কি সেটি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তবে, আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।