আমেল মঞ্জিল হুরুব চেক করার নিয়ম 2025
২০২৫ সালে আমেল মঞ্জিল হুরুব চেক করার কয়েকটি কার্যকর নিয়য় বা উপায় রয়েছে। তবে, আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে আমেল মঞ্জিল ভিসার হুরুব চেক করার সবচেয়ে সহজ নিয়মটি দেখাবো। চলুন মূল আলোচনা শুরু করি।
আমেল মঞ্জিল হুরুব চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালের নতুন নিয়মে সৌদি আরবের আমেল মঞ্জিল (সাওয়াক খাস) বা ডোমেস্টিক ভিসার হুরুব চেক করার জন্য প্রথমে https://www.absher.sa/wps/portal/individuals/Home/homepublic/!ut/p/ এই ওয়েবসাইট থেকে আবসারে লগইন করতে হবে। যেকোনো আবসার একাউন্ট থেকে আমেল মঞ্জিল ভিসার হুরুব চেক করতে পারবেন।
তারপর আবসার ড্যাসবোর্ড থেকে নিচে একটু স্ক্রল করে 'Other Services' এর নিচের স্লাইডার থেকে বা সার্চ করে 'Detailed Query Traffic Violation' লেখা অপশনে যেতে হবে।
এখন 'General Query' সিলেক্ট করে 'ID' লেখা নিচের ফাঁকা বক্সে আকামা নাম্বার লিখতে হবে তারপর 'View' লেখা বাটনের উপর ক্লিক করতে হবে। প্রথমে আমরা একটি আকামা নাম্বার লিখছি যেটিতে হুরুব নেই। দেখুন হুরুব না থাকলে 'View' বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে "There is no traffic violations against the entered ID." এরকম লেখা দেখাবে।
এখন হুরুব রয়েছে এমন একটি আমেল মঞ্জিল ভিসার ইকামা চেক করে দেখাচ্ছি। এখন 'ID' লেখার নিচের ফাঁকা বক্সে এখন হুরুব প্রাপ্ত আকামা নাম্বারটি লিখে 'View' বাটনে ক্লিক করছি। এখন দেখুন স্ট্যাটাস হিসাবে "Please provide correct ID" দেখাচ্ছে বা আইডি নাম্বার সঠিক নেই সেটা বলছে! আপনার যদি এমনটি লেখা দেখেন তাহলে বুঝবেন আপনাদের আমেল মঞ্জিল ভিসার আকামায় হুরুব লেগেছে।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে আমেল মঞ্জিল হুরুব চেক করার সহজ নিয়ম দেখিয়েছি আজকের এই আর্টিকেলে। আশা করি, আর্টিকেলটি থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন। আর আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনার সমস্যার কথা জানাতে পারেন।