সৌদি এয়ারলাইন্স টিকেট বুকিং করার নিয়ম ২০২৫
পূর্বে পোস্টে 'সৌদি এয়ারলাইন্স টিকেটের তারিখ পরিবর্তন করার নিয়ম ২০২৫' সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে দেখাবো ২০২৫ সালে সৌদি এয়ারলাইন্স টিকেট বুকিং করার নিয়ম বা কিভাবে সৌদি এয়ারলাইন্স টিকিট কাটতে হয় সেটি সম্পর্কে। চলুন মূল আলোচনা শুরু করি।
সৌদি এয়ারলাইন্স টিকেট বুকিং করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের এয়ার টিকেট ঘরে বসে নিজে নিজে বুকিং করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে 'Saudia' নামক এই মোবাইল অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
ইনস্টল করা হয়ে গেলে 'Saudia' অ্যাপটি ওপেন করে নিন। এখন 'Trips' লেখা অপশনের উপর ক্লিক করুন এবং তারপর 'Book a flight' লেখার উপর ক্লিক করতে হবে।
এখন 'From' অপশনে আপনি যেখান থেকে যাত্রা শুরু বা টিকেট বুকিং করতে চান সেই শহরের নাম যুক্ত করে নিন এবং 'To' অপশনে আপনার গন্তব্যের নাম যুক্ত করে নিন। তারপর 'Travel dates' অপশন থেকে আপনি যেই তারিখে সৌদি এয়ারলাইন্সের টিকেট বুকিং করতে চান সেই তারিখ সিলেক্ট করে 'Search flights' লেখার উপর ট্যাপ করতে হবে।
তারপর আপনার সিলেক্ট করা তারিখের (Date) কোন সময়কার টিকিট বুকিং করতে চান সেটা সিলেক্ট করে নিন। আপনি যদি কম দামে সৌদি এয়ারলাইন্সের (Saudia) টিকেট বুকিং বুকিং করতে চান তবে, যেই সময়কার টিকিটের দাম কম সেই সময়ের উপর ট্যাপ করুন।
এখন আপনি যাত্রার সময় কয়টি ব্যাগ (লাগেজ) নিতে চান সেই হিসাবে Guest Basic অথবা Guest Semi Flex সিলেক্ট করে নিন। দেখানোর সুবিধার্থে আমরা 'Guest Semi Flex' প্যাকেজটি বা ২ টি ব্যাগ (লাগেজ) নেওয়ার প্যাকেজটি সিলেক্ট করে নিচ্ছি এবং 'Confirm' বাটনের উপর ক্লিক করছি। তারপর 'Continue with Semi Flex' লেখার উপর ক্লিক করছি।
এখন উপরের ছবি মত পেইজ ওপেন হবে। এখান থেকে 'Add' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর লিঙ্গ অনুসারে 'Title' থেকে 'Mr.', 'Mrs.' অথবা 'Ms.' সিলেক্ট করতে হবে। এছাড়াও, এই ফর্মে নাম, জন্মতারিখ এবং "Document details Optional)" অপশন এনাবেল করে জাতীয়তা, পাসপোর্ট নাম্বার ও এক্সপায়ার ডেট, ইস্যু কান্ট্রি লিখতে হবে। তারপর উপরের ডান দিকে লেখা 'Done' এর উপরে ক্লিক করতে হবে।
এখন 'Contact Details' এর নিচে থেকে 'Country/Territory code' কান্ট্রি সিলেক্ট করে নিন। তারপর 'Phone number' একটি মোবাইল নাম্বার লিখতে হবে এবং 'Email address' এরপরে যেকোনো একটি ইমেইল লেখার পর 'Skip to payment' লেখার উপর ক্লিক করতে হবে।
তারপর সৌদি এয়ারলাইন্স এর টিকেট বুকিং করা সম্পর্কিত তথ্যগুলো দেখতে পারবেন। এখন পেমেন্ট করার জন্য 'Proceed to Payment' এই লেখার উপর ক্লিক করতে হবে। তারপর নিচে একটু স্ক্রল করে 'Credit/Debit card' সিলেক্ট করে পেমেন্ট করলেই আপনাদের বুকিং কমপ্লিট হয়ে যাবে।
সর্বশেষ কথা
২০২৫ সালে সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের এয়ার টিকেট বুকিং করার সহজ নিয়ম সম্পর্কে আজকে দেখিয়েছি। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই আপনার সমস্যার কথা আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আপনাকে সাহায্য করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।








