সৌদি এয়ারলাইন্স টিকেটের তারিখ পরিবর্তন করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদি এয়ারলাইন্স টিকেটের তারিখ পরিবর্তন করার সহজ নিয়ম দেখানো হবে আজকের এই আর্টিকেলে। সুতরাং, আপনারা যারা সৌদি এয়ারলাইন্স টিকিটের তারিখ (Date) পরিবর্তন করার উপায় সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সৌদি এয়ারলাইন্স টিকেটের তারিখ পরিবর্তন করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সহজ ভাবে সৌদি এয়ারলাইন্সের টিকিটের তারিখ পরিবর্তন (চেঞ্জ) করতে প্রথমে গুগল প্লে বা অ্যাপেল স্টোর থেকে 'Saudia' অ্যাপটি ইনস্টল করে নিন। অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে, অ্যাপটি ওপেন করে নিন।
অ্যাপটি ওপেন করার পর 'Trips' উপরে ক্লিক করুন। তারপর 'Add a trip' লেখার উপরে ক্লিক করতে হবে। এখন 'Identification Type' অপশন থেকে 'Booking reference' সিলেক্ট করে নিচের ফাঁকা বক্সে আপনার বুকিং রেফারেন্স কোডটি লিখুন। তারপর 'Last name' লিখে 'Add trip' বাটনের উপর ক্লিক করুন।
আপনারা যারা 'Last name' এর বক্সে কি লিখবেন সেটি বুঝতে পারছেন না তাদের জন্য বলছি, 'Last name' বক্সে আপনার নামের শেষ ওয়ার্ডটি লিখতে হবে। উদাহরণস্বরূপ: আপনার যদি হয় 'Rohim Mia' তবে, 'Last name' বক্সে আপনাকে 'Mia' লিখতে হবে। আশা করি, বুঝতে পেরেছেন।
আচ্ছা, আপনার যখন ট্রিপ এড (Add trip) করা হয়ে যাবে তারপর 'Trips' অপশন থেকে 'Manage' লেখার উপর ক্লিক করতে হবে। এখন সৌদি এয়ারলাইন্স টিকেটের তারিখ চেঞ্জ করার জন্য 'Modify flight' এর ডান দিকে লেখা 'Change' অপশনের উপর ক্লিক করুন।
তারপর ফ্লাইট বুকিংয়ের সময় আপনি যেই ইমেইল/ফোন নাম্বার দিয়েছিলেন সেটি ভেরিফাই করতে বলবে। আপনারা ইমেইল বা নাম্বার যেকোনো একটি মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। আমরা নাম্বারের মাধ্যমে ভেরিফাই করবো তাই নাম্বার সিলেক্ট করে 'Verify' লেখার উপর ক্লিক করছি।
এখন আপনি সৌদি এয়ারলাইন্সের যেই ফ্লাইটের টিকেটের তারিখ পরিবর্তন (চেঞ্জ) করতে চান সেটির উপরে ক্লিক করে সিলেক্ট করার পর 'Confirm' লেখার উপর ক্লিক করুন।
এখন আপনি যে ডেটে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে চান সেই ডেটটি সিলেক্ট করে 'Confirm' লেখার উপর ক্লিক করুন। তারপর ফ্লাইট সংক্রান্ত সমস্ত তথ্যগুলো পুনরায় দেখে নিন এবং 'Search flights' লেখার উপর ক্লিক করুন।
এখন আপনি যেই ডেটে ফ্লাইট সিলেক্ট করেছিলেন সেই ডেটের কোন সময়কার ফ্লাইট নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে বলবে। এছাড়াও, এখন আপনি ফ্লাইটের ভাড়া সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমরা একটি ফ্লাইট সিলেক্ট করে নিচ্ছি।
ফ্লাইট সিলেক্ট করার পর এখন আপনি কয়টি ব্যাগেজ/লাগেজ ক্যারি বা নিতে করতে চান সেই হিসাবে যেকোনো একটি অপশন সিলেক্ট করুন। আমাদের একটি ব্যাগ হলেই চলবে তাই "1 x 23kg" (Guest Basic) সিলেক্ট করে নিচের 'Confirm' বাটনে ক্লিক করছি।
তারপর 'Continue with Basic' লেখার উপর ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি দুটি ব্যাগ বা লাগেজ ক্যারি করতে চান তবে, 'Upgrade to Semi Flex' লেখার উপর ক্লিক করতে পারেন।
এখন আপনাদের সামনে উপরের ছবির মত পেমেন্ট পেইজ ওপেন হবে। এখান থেকে পূর্বের টিকিটের দামের থেকে যদি নতুন টিকিটের দাম বেশি হয় তবে, পূর্বের ভাড়া বিয়োগ করার পর বাড়তি ভাড়া + বুকিং পরিবর্তন ফি ১৫০ সৌদি রিয়াল পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য 'Confirm' লেখার উপর ক্লিক করুন।
এখন 'Proceed to payment' বাটনের উপর করতে হবে। তারপর নিচে একটু স্ক্রল করে 'Credit/Debit card' সিলেক্ট করার পর ভিসা/মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অবশ্যই পেমেন্ট করার জন্য ডুয়েল কারেন্সি বা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন সাপোর্টেড কার্ডের প্রয়োজন হবে।
পেমেন্ট সফল ভাবে কমপ্লিট হওয়ার পর 'Your booking is updated' এরকম লেখা দেখতে পারবেন। আর এই লেখাটি দেখতে পারা মানে আপনার ফ্লাইটের টিকেটের তারিখটি সফল ভাবে পরিবর্তন হয়েছে।
এখন সৌদি এয়ারলাইন্স আপনার টিকেটের তারিখ পরিবর্তন করার পর নতুন টিকিট ডাউনলোড করার জন্য 'View trip' লেখার উপর ক্লিক করুন। তারপর থ্রি ডট মেনু′র উপর ক্লিক করুন। এখন আপনার সব টিকিট দেখাবে। যেই টিকিটটি ডাউনলোড করতে চান তার উপর ক্লিক করলেই টিকিটটি PDF ফরম্যাটে ডাউনলোড হওয়া শুরু হবে। এছাড়াও, আপনারা আপনাদের ইমেইলেও টিকিটের পিডিএফ ফাইল পেয়ে যাবেন।
সর্বশেষ কথা
২০২৫ সালে সৌদি এয়ারলাইন্স টিকেটের তারিখ পরিবর্তন (চেঞ্জ) করার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের সহজ ভাবে ধাপে ধাপে বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু আপনাদের যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের দিক থেকে আপনাদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব।