এসটিসি (STC) সিমের ব্যালেন্স চেক কোড ২০২৫
২০২৫ সালের নতুন নিয়মে কোড ডায়াল করে কিভাবে সহজে সৌদি আরবের এসটিসি (STC) সিমের ব্যালেন্স চেক করতে হয় সেটি সম্পর্কে আজকের আর্টিকেলে দেখাবো। সুতরাং, STC সিমের টাকা (ব্যালেন্স) কিভাবে দেখে সেটি সম্পর্কে জানতে চাইলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
এসটিসি (STC) সিমের ব্যালেন্স চেক কোড ২০২৫
২০২৫ সালে সহজ নিয়মে সৌদি আরবের সাওয়া সিম বা এসটিসি (STC) সিমের ব্যালেন্স (টাকা) চেক করার জন্য মোবাইলের ডায়াল প্যাড থেকে *166# এই কোডটি ডায়াল করতে হবে। কোন কিছু বুঝতে অসুবিধা হলে উপরের ছবিগুলো দেখে নিতে পারেন।
সর্বশেষ কথা
২০২৫ সালে কোড ডায়াল করে এসটিসি (STC) সিমের ব্যালেন্স বা টাকা চেক করে দেখার নিয়ম দেখিয়েছি আজকের আর্টিকেলে। আশা করি আর্টিকেলটি আপনাদের সকলের উপকারে আসবে। যদি আর্টিকেলটি উপকারে আসে তবে, পরিচিতদের সঙ্গেও আর্টিকেলটি শেয়ার করতে পারেন।



