তাকামুল সার্টিফিকেট নিয়ে নতুন খবর ২০২৫

তাকামুল সার্টিফিকেট নিয়ে নতুন খবর ২০২৫
২০২৫ সালে তাকামুল সার্টিফিকেট নিয়ে নতুন খবর হল এখন থেকে সৌদি আরবে যেতে হলে মোফা করার পূর্বে তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে। তবে, কিছু ভিসার ক্ষেত্রে প্রয়োজন হবে না তাকামুল সার্টিফিকেটের। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

তাকামুল সার্টিফিকেট নিয়ে নতুন খবর ২০২৫

২০২৫ সালের নতুন নিয়ম অনুসারে, মহাচাচা ভিসার ক্ষেত্রে ওয়ার্ক পারমিটে সৌদি আরবে যেতে তাকামুল সার্টিফিকেট লাগবে। আর অবশ্যই মোফা করার পূর্বেই তাকামুল সার্টিফিকেট করতে হবে। তবে, সুখবর হল ডোমেস্টিক ভিসায় সৌদি আরবে যেতে তাকামুল সার্টিফিকেট লাগবেনা।

অর্থাৎ, আপনারা যারা ২০২৫ সালে বাসা বাড়ির কাজে সৌদি আরবে যাবেন তাদের ক্ষেত্রে কোন প্রকার তাকামুল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা না বাধ্যবাধকতা নেই। তাই যারা হাউস ড্রাইভার, হাউস কিপার সহ অন্য যেকোনো ডোমেস্টিক কাজে সৌদি আরবে যাবেন তাদেরকে তাকামুল সার্টিফিকেট নিয়ে কোন চিন্তাই করতে হবে না।

আপনারা মহাচাচা ভিসায় সৌদি আরবে যেতে চান বা তাকামুল সার্টিফিকেট পেতে চান তারা 'তাকামুল সার্টিফিকেট আবেদন করার নিয়ম ২০২৫' সম্পর্কে লেখা এই পোস্টটি পড়ে নিতে পারেন। আর যদি তাকামুল সেন্টারের ঠিকানা জানতে চান তাহলে 'বাংলাদেশের সকল তাকামুল সার্টিফিকেট ট্রেনিং সেন্টারের ঠিকানা ও ইমেইল তালিকা ২০২৫' এই পোস্টটি পড়ে নিতে পারেন।

উপসংহার

২০২৫ সালে তাকামুল সার্টিফিকেট নিয়ে নতুন খবর সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন তাই আজকের এই পোস্টটি লিখেছি। আপনাদের যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় বা পোস্টে আলোচনা করা হয়নি এমন কোন বিষয়ে জানার থাকে তবে, কমেন্টের মাধ্যমে সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন