ফ্রেন্ডি বা ভার্জিন সিমের ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করার নিয়ম 2025

ফ্রেন্ডি বা ভার্জিন সিমের ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করার নিয়ম 2025
২০২৫ সালের সৌদি আরবের ফ্রেন্ডি বা ভার্জিন সিমের ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করার নতুন নিয়ম দেখানো হবে আজকের পোস্টে। সুতরাং, আপনারা যারা ফ্রেন্ডি/ভার্জিন সিমের ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করার ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা উক্ত পোস্টটি পড়তে থাকুন।

ফ্রেন্ডি বা ভার্জিন সিমের ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করার নিয়ম 2025

ফ্রেন্ডি বা ভার্জিন সিমের ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করার নিয়ম 2025

২০২৫ সালে সৌদি আরবের ফ্রেন্ডি বা ভার্জিন সিমে ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করার জন্য বা কেনার জন্য *116# কোড ডায়াল করতে হবে। তারপর "1" লিখে "Send" লেখার উপর ক্লিক করতে হবে।

তারপর দেশ সিলেক্ট করার জন্য দেশের নামের পূর্বে থাকা নাম্বার লিখে "Send" লেখায় ক্লিক করতে হবে। আমরা বাংলাদেশ সিলেক্ট করবো তাই "1" লিখে "Send" লেখায় ক্লিক করছি।

ফ্রেন্ডি বা ভার্জিন সিমের ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করার নিয়ম 2025

এখন আপনারা বাংলাদেশের জন্য প্রযোজ্য ফ্রেন্ডি/ভার্জিন সিমের সকল ইন্টারন্যাশনাল মিনিট অফার দেখতে পারবেন। বর্তমানে বাংলাদেশের জন্য তিনটি ইন্টারন্যাশনাল মিনিট অফার রয়েছে। প্যাকেজ তিনটি নিচে তালিকাভুক্ত করা হয়েছে এবং উপরের ছবিতে দেখানো হয়েছে। আর প্যাকেজ কেনার জন্য প্যাকেজের সামনে নাম্বার লিখে "Send" লেখায় ক্লিক করতে হবে।

  • ১০০ বাংলাদেশ মিনিট = ৮ সৌদি রিয়াল
  • ২৫০ বাংলাদেশ মিনিট = ১৭ সৌদি রিয়াল
  • ৮০০ বাংলাদেশ মিনিট = ৪৩ সৌদি রিয়াল

ফ্রেন্ডি বা ভার্জিন সিমের ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করার নিয়ম 2025

তারপর কেনার জন্য পুনরায় কনফার্ম করতে হবে। কনফার্ম করতে "1" লিখে "Send" লেখার উপরে ক্লিক করছি। এখন ফ্রেন্ডি/ভার্জিন সিমের ব্যালেন্সে টাকা থাকলে সফল ভাবে অফারটি কেনা হয়ে যাবে।

সর্বশেষ কথা

২০২৫ সালে ফ্রেন্ডি বা ভার্জিন সিমের ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করার নিয়ম দেখানো হয়েছে আজকের পোস্টে। যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা সকল কমেন্ট গুরুত্বের সাথে পড়ি এবং কোন সমস্যা হলে তা সমাধান করার চেষ্টা করি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন