সৌদি আরবের ফ্রেন্ডি বা ভার্জিন সিমের এমবি চেক, ব্যালেন্স চেক, নাম্বার চেক, অফার চেক কোড ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের ফ্রেন্ডি বা ভার্জিন সিমের এমবি চেক, ব্যালেন্স চেক, নাম্বার চেক, অফার চেক কোড সম্পর্কে এই পোস্টে তথ্য প্রদান করা হবে। তাই আপনারা যারা সৌদির ফ্রেন্ডি বা ভার্জিন সিমের এমবি চেক, ব্যালেন্স চেক, নাম্বার চেক, অফার চেক করার নিয়ম সম্পর্কে জানতে চান তারা পোস্টটি করতে থাকুন।
কোড ডায়াল করে সৌদি আরবের ফ্রেন্ডি বা ভার্জিন সিমের এমবি চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে কোড ডায়াল করে সৌদি আরবের ফ্রেন্ডি বা ভার্জিন সিমের এমবি (ইন্টারনেট ডাটা ব্যালেন্স) চেক করার জন্য মোবাইলের ডায়াল প্যাড থেকে *108# কোড ডায়াল করতে হবে। তারপর "2" লিখে "Send" লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর পুনরায় "2" লিখে "Send" লেখা বাটনে ক্লিক করতে হবে।
তারপর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা আপনাদের ফ্রেন্ডি বা ভার্জিন সিমের এমবি (ইন্টারনেট ডাটা) এবং মিনিট ব্যালেন্স দেখতে পারবেন। এছাড়াও, আপনারা আপনাদের সেই মিনিট বা এমবি প্যাকেজের মেয়াদ কতদিন বা মেয়াদ শেষ হবে কবে সেটি সম্পর্কে জানতে পারবেন।
সৌদি আরবের ফ্রেন্ডি/ভার্জিন সিমের ব্যালেন্স চেক করার কোড 2025
২০২৫ সালে সৌদি আরবের ফ্রেন্ডি/ভার্জিন সিমের ব্যালেন্সে কত টাকা আছে সেটি চেক করার জন্য *102# কোডটি ডায়াল করতে হবে। তারপর উপরের ছবির মত করে আপনারা আপনাদের ফ্রেন্ডি বা ভার্জিন সিমের ব্যালেন্সে কত টাকা আছে সেটি দেখতে পারবেন।
সৌদি আরব ফ্রেন্ডি বা ভার্জিন সিমের নাম্বার চেক করার নিয়ম ২০২৫
সঠিক সময় অনুসারে, ২০২৫ সালে সৌদি আরবের ফ্রেন্ডি/ভার্জিন সিমের নাম্বার চেক করতে ডায়াল প্যাড থেকে *110# কোড ডায়াল করে নিতে হবে।
সৌদি আরবের ভার্জিন/ফ্রেন্ডি সিমের অফার চেক করার কোড 2025
২০২৫ সালে সৌদি আরবের ভার্জিন বা ফ্রেন্ডি সিমের ইন্টারনেট অথবা মিনিট অফার চেক করার জন্য জন্য ডায়েল প্যাড থেকে *108# কোড ডায়াল করতে হবে। তারপর "1" টাইপ করে "Send" লেখার উপর ক্লিক করতে হবে। তারপর মিনিট এবং এমবি বান্ডেল অফারগুলো দেখতে পারবেন। পরবর্তী পেইজের অফার গুলো দেখতে "0" টাইপ করে "Send" লেখায় ক্লিক করুন।
সর্বশেষ কথা
২০২৫ সালে সৌদি আরবের ফ্রেন্ডি বা ভার্জিন সিমের এমবি চেক, ব্যালেন্স চেক, নাম্বার চেক, অফার চেক করার কোড বা নিয়ম সম্পর্কে দেখানোর চেষ্টা করেছি আজকে পোস্টে। পোস্টটি যদি উপকারী মনে হয় তবে, সৌদিতে থাকা আপনার বন্ধু বা পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন।












