লেবরা সিমের কাস্টমার কেয়ার নাম্বার বা অফিস নাম্বার ২০২৫
২০২৫ সালে লেবরা সিমের কাস্টমার কেয়ার নাম্বার বা অফিস নাম্বার "1755" এটি। আর যদি আপনারা লেবরা সিম বাদে অন্য কোন সিম থেকে লেবরা সিমের কাস্টমার কেয়ারে কল দিতে চান তবে, "057 600 1755" এই নাম্বারে কল দিতে হবে।
এছাড়াও, বিশ্বের যেকোনো স্থান থেকে লেবরা সিমের কাস্টমার কেয়ারে যোগাযোগ বা কথা বলার জন্য "+966 57 600 1755" এই নাম্বারে কল দিতে হবে। আর এর বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও লেবরা সিমের অফিস বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যাবে।

