লেবরা সিমের এমবি বা মিনিট অফার কিভাবে দেখে ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের লেবরা সিমের এমবি (ইন্টারনেট) অথবা মিনিট অফার দেখার জন্য বা চেক করার জন্য লেবারা সিমের "https://lebara.sa/en/bundle_category/latest-bundle" এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। ওয়েবসাইট থেকে আপনারা লেবরা সিমের সকল এমবি বা মিনিট অফার দেখতে পারবেন।
আর শুধুমাত্র লেবরা সিমের এমবি (ইন্টারনেট) অফার দেখার জন্য "https://lebara.sa/en/bundle_category/data-net-saver/" এই লিংকে যেতে হবে। শুধুমাত্র মিনিট কেনার জন্য "https://lebara.sa/en/bundle_category/local-bundle/" এই লিংকটি টিপোজিট করতে হবে।
এছাড়াও, যারা লেবরা সিমের ইন্টারন্যাশনাল মিনিট বা বাংলাদেশ মিনিট অফার দেখতে চান তাদের "https://lebara.sa/en/bundle_category/int-pass?country=Bangladesh" এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
আর যেকোনো অফার কিনার জন্য অফারের নিচে ডানদিকের "Buy" লেখায় ক্লিক করুন অথবা কোড ডায়াল করে নিন। কিভাবে লেবরা সিমের অফার কিনতে হবে সেটি সম্পর্কে বুঝতে অসুবিধা হলে উপরের ছবিটি দেখে নিতে পারেন।





