মোবাইলি সিম বন্ধ করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের মোবাইলি সিম বন্ধ করার নিয়ম দেখানো হবে আজকের এই আর্টিকেলে। তাই আপনারা যারা সৌদির মোবাইলি সিম বন্ধ করার ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
মোবাইলি সিম বন্ধ করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের মোবাইলি সিম বন্ধ করার জন্য প্রথমে নিকটস্থ যেকোনো মোবাইলি অফিসে যেতে হবে। তারপর সেলফ সার্ভিস মেশিন থেকে ইংরেজি ভাষা সিলেক্ট করার জন্য "English" লেখার উপর ক্লিক করতে হবে। তারপর "Line Disconnection" লেখার উপর ক্লিক করতে হবে।
এখন আপনি মোবাইলি কোম্পানির যেই সিমটি বন্ধ করতে চান সেটির নাম্বার লিখে "Next" লেখার উপর ক্লিক করতে হবে। তারপর অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর আবসার খোলা ছিল যেই মোবাইল নাম্বারে সেটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে। কোডটি ফাঁকা বক্সে লিখে "Next" লেখার উপর ক্লিক করতে হবে।
এই পর্যায়ে "No need for the number" লেখার উপরে টাচ করতে হবে। তারপর মোবাইলি সিমের ব্যালেন্স দেখতে পারবেন। এখন মোবাইলি সিমের নাম্বার বন্ধ করতে "Confirm" লেখার উপর ক্লিক করতে হবে।
আর অবশ্যই মোবাইলি সিমের নাম্বার বন্ধ করার পর মেশিনের নিচের দিক থেকে অটোমেটিক প্রিন্ট হওয়া কাগজটি সংগ্রহ করে নিবেন। কাগজটি দেখতে কেমন হবে সেটি উপরের ছবিতে দেখানো হয়েছে।
আরো পড়ুন: মোবাইলি সিমের নাম্বার চেক, টাকা (ব্যালেন্স) চেক, এমবি চেক, অফার চেক, মিনিট চেক করার নিয়ম ২০২৫
শেষ কথা
২০২৫ সালে মোবাইলি সিম বন্ধ করার নিয়ম দেখানো হয়েছে আজকের এই আর্টিকেলে। আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে, পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যেকোনো গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন।




