মোবাইলি সিমে টাকা কাটা বন্ধ করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের মোবাইলি সিমে টাকা কাটা বন্ধ করার নিয়ম দেখানো হবে আজকের এই পোস্টে। সুতরাং, আপনারা যারা মোবাইলি সিমে টাকা কাটা বন্ধ করার ব্যাপারে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
মোবাইলি সিমে টাকা কাটা বন্ধ করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদির মোবাইলি সিমে টাকা কাটা বন্ধ করার জন্য গুগল প্লে বা অ্যাপল স্টোর থেকে "Mobily App" নামক অ্যাপটি ইন্সটল করে নিন। তারপর নিচের "MY LINE" থেকে "Quick Login" লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার লিখে "VERIFY MY NUMBER" লেখা বাটনের উপরে ক্লিক করতে হবে।
তারপর প্রাপ্ত ওটিপি কোড লিখে মোবাইলি সিমের নাম্বার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য ওটিপি কোড লিখে "CONFIRM" লেখা বাটনের উপরে ক্লিক করতে হবে।
এখন নিচের "MY LINE" অপশন থেকে "Active subscriptions" লেখার উপর ক্লিক করতে হবে। তারপর "Services" অপশনের মধ্যে আপনার মোবাইলি সিমে যতগুলো টাকা কাটা সার্ভিস আছে সেগুলো দেখাবে। এখান থেকে টাকা কাটার সার্ভিসগুলো বন্ধ করতে "UNSUBSCRIBE" লেখার উপর ক্লিক করতে হবে।
এখন টাকা কাটা সার্ভিসটি আনসাবস্ক্রাইব করার জন্য কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য "YES" লেখা বাটনের উপর ক্লিক করতে হবে। তারপর উপরের ছবির মত পেইজ দেখালে মোবাইলি সিমে টাকা কাটা সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে।
মোবাইলি সিমে টাকা কাটা সার্ভিস সফল ভাবে বন্ধ হওয়ার পর "Services" অপশনে গেলে আপনারা "There are no active services available" এই লেখাটি দেখতে পারবেন। আর এই লেখা দেখার পর আপনাদের মোবাইলি সিমে আর কোন প্রকার টাকা বা রিয়াল কাটবে না।
আরো পড়ুন: মোবাইলি সিমের নাম্বার চেক, টাকা (ব্যালেন্স) চেক, এমবি চেক, অফার চেক, মিনিট চেক করার নিয়ম ২০২৫
পরিশেষে কিছু কথা
২০২৫ সালের সঠিক নিয়মের ধাপে ধাপে মোবাইলি সিমে টাকা কাটা বন্ধ করার নিয়ম দেখানো হয়েছে আজকের এই পোস্টে। পোস্টটি যদি আপনাদের উপকারি মনে হয় তবে, সৌদিতে থাকা আপনার বন্ধু বা পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন।





