২০২৫ সালে সৌদি আরবের নেসমা কোম্পানি কেমন, বেতন কত, কাজ কি, সুযোগ সুবিধা, ডিউটি কয় ঘন্টা?
২০২৫ সালে সৌদি আরবের নেসমা কোম্পানি কেমন, বেতন কত রিয়াল, কাজ কি, সুযোগ সুবিধা, ডিউটি কয় ঘন্টা সেই বিষয়গুলো সম্পর্কে আজকে তথ্য প্রদান করা হবে। সুতরাং, সৌদি আরবের নেসমা কোম্পানি (Nesma) সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সৌদি আরবের নেসমা কোম্পানির সুযোগ সুবিধা কেমন ২০২৫
২০২৫ সালের সৌদি আরবের ভালো কোম্পানিগুলোর মধ্যে নেসমা (Nesma) কোম্পানি একটি। নেসমা কোম্পানি বলতে সাধারণত 'Nesma Catering' এবং 'Nesma and Partners' নামের এই দুটি কোম্পানিকে বোঝানো হয়ে থাকে।
নেসমা কোম্পানি থেকে কর্মীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে থাকা-খাওয়ার ব্যবস্থা থাকে। আর নেসমা কোম্পানি সঠিক সময় বেতন দেয়। অর্থাৎ, বেতন নিয়ে আপনাকে কখনোই ভোগান্তি পোহাতে হবে না নেসমা কোম্পানিতে। পোস্টটি পড়তে থাকুন নিচে নেসমা (Nesma) সম্পর্কে আরো বিস্তারিত তথ্য প্রদান করেছি।
আরো পড়ুন: ২০২৫ সালে সৌদি আরবের সিজার কোম্পানি কেমন, বেতন কত, কাজ কি, ডিউটি কত ঘন্টা, সুযোগ-সুবিধা কেমন
সৌদি আরব নেসমা (Nesma) কোম্পানি বেতন কত টাকা ২০২৫
নতুন অবস্থায় সৌদি আরবের নেসমা (Nesma) কোম্পানির লেবার পদে যোগদান করলে আপনার বেসিক বেতন হবে ৮০০ থেকে ৯০০ টাকা (সৌদি রিয়াল)। তবে, আপনারা ওভারটাইম করার সুযোগ পাবেন এবং ওভারটাইমের জন্য বাড়তি বেতন পাবেন। বেসিক + ওভারটাইম দিয়ে মোটামুটি আপনাদের সর্বনিম্ন ১,৪০০ থেকে ১,৫০০ রিয়াল বেতন আসবে প্রতি মাসে।
আরো পড়ুন: ২০২৫ সালে সৌদি আরব আরামকো কোম্পানি নিয়োগ, বেতন কত, কাজ কি, ডিউটি কত ঘন্টা, সুযোগ-সুবিধা কি
সৌদি নেসমা কোম্পানির কাজ কি?
সৌদি আরবের নেসমা কোম্পানির ২ টি অংশ রয়েছে যথা; 'Nesma Catering' এবং 'Nesma and Partners' সেটি সম্পর্কে পূর্বেই বলেছি। আর এই কোম্পানি দুটির কাজও ভিন্ন ভিন্ন। নেসমা ক্যাটারিং এর কাজ হল বিভিন্ন স্থানে খাবার পৌঁছে দিয়ে খাবার ডেলিভারি করা।
আর নেসমা এন্ড পার্টনারস কোম্পানির কাজগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করা, স্কুল তৈরি করা, এয়ারপোর্ট তৈরি/মেরামত করা, হসপিটাল তৈরি করা ইত্যাদি। অর্থাৎ, সহজ ভাষায় বলতে গেলে নেসমা এন্ড পার্টনারস কোম্পানির কাজ হলো; কনস্ট্রাকশনের কাজ।
এখন আপনি নেসমা ক্যাটারিং বা নেসমা এন্ড পার্টনারস এই ২ টি কোম্পানির যেকোনো একটি কোম্পানিতে যদি চাকরি নেন সেক্ষেত্রে আপনাদের কাজ হবে খাবার ডেলিভারি বা কনস্ট্রাকশন সম্পর্কিত কাজ। আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আপনি কি কাজ পাবেন সেটি নির্ভর করবে।
সৌদি আরব নেসমা কোম্পানি ডিউটি কয় ঘন্টা?
সৌদি আরবের নেসমা কোম্পানির বেসিক ডিউটি ৮ ঘন্টা। অর্থাৎ, আপনাকে ছুটির দিন ব্যতীত ৮ ঘন্টা ডিউটি বা কাজ করতে হবে। আর অতিরিক্ত ২ থেকে ৪ ঘন্টা ওভারটাইম করার সুযোগ থাকবে। ওভারটাইম কাজের জন্য আপনারা বেসিক বেতনের উপর ভিত্তি করে বাড়তি বেতন পাবেন।
আরো পড়ুন: সৌদি থেকে বাংলাদেশে কয়টি মোবাইল নেওয়া যায় ২০২৫ | এয়ারপোর্টে কয়টা মোবাইল নেওয়া যায় 2025
নেসমা কোম্পানি এর ছবি
![]() |
| নেসমা কোম্পানি এর ছবি |
![]() |
| নেসমা কোম্পানি এর ছবি |
সর্বশেষ কথা
২০২৫ সালে সৌদির নেসমা কোম্পানি কেমন, বেতন কত, কাজ কি, সুযোগ সুবিধা, ডিউটি কয় ঘন্টা সেই বিষয়গুলো সম্পর্কে আজকের পোস্টে তথ্য প্রদানের চেষ্টা করেছি। পোস্টটি যদি ভালো লাগে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যেকোনো গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন।


