সৌদি আরবের আলমারাই কোম্পানি কেমন, কাজ কি, চাকরির বেতন কত ২০২৫

সৌদি আরবের আলমারাই কোম্পানি কেমন, কাজ কি, চাকরির বেতন কত ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের আলমারাই কোম্পানি সুযোগ সুবিধা কেমন, কাজ কি, চাকরির বেতন কত সহ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আজকের পোস্টে তথ্য প্রদান করা হবে। তাই সৌদি আরবের আল মারাই কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ পোস্টটি করতে থাকুন।

সৌদি আরবের আলমারাই (Almarai) কোম্পানির সুযোগ-সুবিধা কেমন ২০২৫

সৌদি আরবের সেরা ৫ কোম্পানির তালিকায় রয়েছে আলমারাই (Almarai) কোম্পানি। আল মারাই সৌদি আরবের অধিক পরিচিত বিশ্বস্ত একটি কোম্পানি। আলমারি কোম্পানি থেকে কর্মীদের জন্য থাকার ব্যবস্থা থাকে। আর খাওয়ার জন্য অতিরিক্ত টাকা বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়।

আপনি যদি সৌদি আরবের আল মারাই কোম্পানিতে একবার আসতে পারেন তাহলে সৌদি আরবে আপনি মোটামুটি সেটেল। আল মারাই কোম্পানিতে ২ বছর পর পর আপনারা ৩ মাসের ছুটি পাবেন। ছুটির সময় আসা-যাওয়ার এয়ার টিকিট (বিমান ভাড়া) কোম্পানি বহন করবে। এছাড়াও, কোম্পানি আকামা খরচ দিবে বা আকামা করে দিবে।

আর প্রতি সপ্তাহের একদিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। অর্থাৎ, সপ্তাহে ৬ দিন আপনাদেরকে কাজ করতে হবে। সবকিছু মিলিয়ে এটি নিঃসন্দেহে বলা যায় যে, কর্মীদের ভালো সুযোগ সুবিধা প্রদান করা সৌদি কোম্পানিগুলোর মধ্যে আলমারাই একটি। আলমারাই কোম্পানিতে চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে দেশ থেকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে।

সৌদির আলমারাই কোম্পানি কাজ কি?

সৌদি আরবের আল মারাই কোম্পানি দই, দুধ, দুগ্ধ গাভীর খাবার উৎপাদন করে থাকে এবং আলমারাই কোম্পানির নিজস্ব ডেইরি ফার্ম রয়েছে। আলমারাই কোম্পানিতে অনেক ধরনের কাজ রয়েছে যেমন: ক্লিনার, জেনারেল ওয়ার্কার, লেবার, ড্রাইভার, সেলসম্যান, টেকনিশিয়ান ইত্যাদি।

সৌদি আরব আলমারাই কোম্পানি চাকরির বেতন কত ২০২৫

২০২৫ সালে সৌদি আরবের আল মারাই কোম্পানির চাকরিতে সর্বনিম্ন বেসিক বেতন: ক্লিনার ১,০০০ রিয়াল, ড্রাইভার ১,৬০০ সৌদি রিয়াল, সেলসম্যান ১,৬০০/১,৭০০ রিয়াল। এছাড়াও, অন্যান্য কাজে পদ-পদবী, কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করে আলমারাই কোম্পানিতে আপনার বেতন কত হবে সেটা নির্ধারিত হবে।

সৌদি আরব আলমারাই কোম্পানির ডিউটি কত ঘন্টা?

সৌদি সরকারের শ্রম আইন অনুযায়ী, আল মারাই সহ বেশিরভাগ কোম্পানির ডিউটি ৮ ঘন্টা। কিন্তু আপনারা ৮ ঘণ্টার পরে আরো ২ থেকে ৪ অতিরিক্ত কাজ (ওভারটাইম) করার সুযোগ পাবেন। আর ওভারটাইম করলে আপনারা যত ঘন্টা ওভারটাইম ডিউটি করেছেন সেটির জন্য অতিরিক্ত বেতন পাবেন।

আলমারাই কোম্পানিতে কিভাবে চাকরি পাবেন?

সৌদি আরবের আলমারাই কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশ বা নিজ দেশ থেকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। আপনারা যদি ইতিমধ্যে সৌদি আরবে সাপ্লাই ভিসা বা কোম্পানি ভিসা গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোন ভাবেই আলমারাই কোম্পানিতে জয়েন করতে পারবেন না।

অর্থাৎ, আল মারাই কোম্পানিতে চাকরি নিতে হলে সরাসরি আপনাকে বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে সরাসরি আলমারাই কোম্পানিতে জয়েন করতে হবে। আর যদি আপনি ইন্টারভিউ পাস করেন সেক্ষেত্রে আপনাকে কোন প্রকার টাকা খরচ করতে হবে না। আপনারা সম্পূর্ণ আলমারাই কোম্পানির খরচে বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে পারবেন।

কিন্তু আপনারা যদি কোন এজেন্সির মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে টাকা খরচ করতে হবে। তবে, আপনাদের জন্য আমাদের পরামর্শ থাকবে সম্পূর্ণ নিজের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে সৌদি আরবের আলমারাই কোম্পানিতে চাকরি পাওয়ার চেষ্টা করবেন।

পরিশেষে কিছু কথা

২০২৫ সালে সৌদি আরবের আলমারাই কোম্পানির সুযোগ-সুবিধা কেমন, কাজ কি, চাকরির বেতন কত, ডিউটি কয় ঘন্টা সেই বিষয়গুলো সম্পর্কে আজকের পোস্টে তথ্য প্রদানের চেষ্টা করেছি। যদি পোস্টটি আপনাদের উপকারী মনে হয় তবে, বন্ধু বা পরিচিতদের সঙ্গে পোস্টটি শেয়ার করার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন