ইমু থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও ফিরে পাওয়ার উপায় ২০২৫
২০২৫ সালে ইমু থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও ফিরে পাওয়ার উপায় বা নিয়ম দেখানো হবে আজকের এই আর্টিকেলে। সুতরাং, আপনারা যারা ইমু (imo) থেকে ডিলিট হওয়া চ্যাট, ছবি বা ভিডিও ফিরিয়ে আনার নিয়ম সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
আরো পড়ুন: ইমু এড বন্ধ করার নিয়ম ২০২৫
ইমু থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও ফিরে পাওয়ার উপায় ২০২৫
২০২৫ সালের নতুন নিয়মে ইমু থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি, ভিডিও বাদে শুধুমাত্র মেসেজ ফিরে পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনাদের মোবাইলে 'Recover Deleted Messages' নামক এই অ্যাপটি ইন্সটল করতে হবে।
এই অ্যাপটি ইন্সটল করার পর যদি কেউ কোন মেসেজ দিয়ে সেটি ডিলিট করে দেয় সেটি আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, ইমু থেকে ডিলিট হওয়া মেসেজ দেখতে অবশ্যই অ্যাপটি ওপেন করার পর 'imo' অ্যাপটি সেখানে যুক্ত করে নিতে হবে।
আর আপনারা যদি ইমু (imo) থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও, ভয়েস সবকিছু ফিরে পেতে চান তার জন্য প্রথমে 'প্রোফাইল আইকনে' ক্লিক করতে হবে।
তারপর 'Settings' অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর 'Account & Security' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর 'Request Account Info' লেখার উপর ক্লিক করতে হবে।
তারপর উপরের ছবির মত পেইজ ওপেন হবে সেখান থেকে 'Request' লেখার উপর ক্লিক করে অ্যাকাউন্ট ইনফরমেশন এর জন্য রিকোয়েস্ট করতে হবে।
তারপর ৬-৭ দিন অপেক্ষা করার পর 'Download' অপশনে ক্লিক করে সেখান থেকে আপনারা ইমু থেকে ডিলিট হওয়া সকল মেসেজ (চ্যাট), ছবি, ভয়েস, অডিও, ভিডিও ফিরে পাবেন।
আরো পড়ুন: ইমু (imo) তে গ্রুপ বন্ধ করার নিয়ম ২০২৫
উপসংহার
২০২৫ সালের নতুন নিয়ম অনুসারে; ইমু থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভয়েস, অডিও, ভিডিও ফিরে পাওয়ার উপায় দেখানো হয়েছে আজকের এই আর্টিকেলে। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্ট করে সেই বিষয়ে আমাদেরকে অবগত করতে পারেন। ধন্যবাদ।
আরো পড়ুন: ইমু গ্রুপ থেকে বের হওয়ার উপায় ২০২৫





