আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার নিয়ম ২০২৫

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার নিয়ম ২০২৫
২০২৫ সালে আবসার একাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করার নতুন নিয়ম (Absher Mobile Number Change) সম্পর্কে আজকের পোস্টে কথা বলবো। সুতরাং, আপনারা যারা Absher মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় 2025 সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার উপায় ২০২৫

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার উপায় ২০২৫

২০২৫ সালে আবসার মোবাইল নাম্বার চেঞ্জ (পরিবর্তন) করার জন্য প্রথমে গুগল প্লে বা অ্যাপেল স্টোর থেকে প্রথমে 'NAFATH' অ্যাপটি ইন্সটল করে নিন।

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার উপায় ২০২৫

ইন্সটল করা হয়ে গেলে 'NAFATH' অ্যাপটি ওপেন করে 'Settings' আইকন এর উপর ক্লিক করুন। যদি নাফাত অ্যাপের মধ্যে সবকিছু আরবি ভাষায় থাকে তবে, ভাষা ইংরেজি করার জন্য 'Language' অপশন থেকে 'English' সিলেক্ট করে নিন।

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার উপায় ২০২৫

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার উপায় ২০২৫

তারপর 'Absher self service services' এর উপর ক্লিক করে 'Update your digital identity number' অপশনটি সিলেক্ট করে নিন। তারপর 'ID Number' এর ঘরে আপনার ইকামা নাম্বার বসিয়ে 'Next' বাটনের উপর ক্লিক করুন।

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার উপায় ২০২৫

এখন আপনি পূর্বের নাম্বার চেঞ্জ করে নতুন যেই মোবাইল নাম্বারে আপনার আবসার (Absher) অ্যাকাউন্ট নিতে চান সেটি লিখুন এবং লেখার পর 'Next' বাটনের উপর ক্লিক করুন।

মোবাইল নাম্বার যাওয়ার সময় প্রথমে ০ দিবেন না এবং ৫ থেকে শুরু করবেন। আর আপনি নতুন যেই মোবাইল নাম্বারটি আবসার (Absher) একাউন্টে যুক্ত করতে চাচ্ছেন সেটি অবশ্যই আপনার ইকামার উপরে থাকতে হবে।

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার উপায় ২০২৫

নতুন মোবাইল নাম্বার দিয়ে 'Next' বাটনে ক্লিক করার পর আপনার সিমে একটি OTP কোড যাবে। কোডটি বসিয়ে 'Next' বাটনে ক্লিক করুন।

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার উপায় ২০২৫

তারপর আপনার ফেইস ভেরিফিকেশন করতে হবে। তারপর সবকিছু ঠিক-ঠাক থাকলে "Your Absher mobile number has been successfully changed - Check after 10 minutes" এরকম লেখা দেখতে পারবেন। এই লেখাটি দেখলে বুঝবেন আপনার আবসার মোবাইল নাম্বারটি সফল ভাবে চেঞ্জ হয়ে গেয়েছে।

এখন আপনারা ১০ মিনিট অপেক্ষা করার পর পুনরায় আবসার নতুন মোবাইল নাম্বারের মাধ্যমে লগইন করতে পারবেন।

সর্বশেষ কথা

২০২৫ সালে নতুন নিয়মে আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার উপায় সম্পর্কে আজকের পোস্টে আপনাদের ধাপে ধাপে বুঝিয়েছি। কিন্তু, আপনারা যদি আবসার মোবাইল নাম্বার পরিবর্তন করতে যাওয়ার সময় কোন সমস্যার সম্মুখীন হন তবে, আপনার সমস্যার কথা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন