Final Exit চেক করার নিয়ম ২০২৫ | ফাইনাল এক্সিট কিভাবে চেক করব 2025
গত কয়েকদিনে আমার কাছে অনেকে ২০২৫ সালে ফাইনাল এক্সিট (খুরুজ নিহায়া) কিভাবে চেক করতে হয় বা Final Exit চেক করার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন। সুতরাং, আজকে আমরা আপনাদের সাথে Final Exit (খুরুজ নিহায়া) চেক করার নিয়ম 2025 সম্পর্কে কথা বলবো। চলুন মূল আলোচনা শুরু করি।
ফাইনাল এক্সিট চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে মোবাইলে মাধ্যমে সৌদি আরব ফাইনাল এক্সিট (খুরুজ নিহায়া) চেক করার জন্য প্রথমে https://www.absher.sa/wps/portal/individuals/Home/homepublic/ এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
তারপর 'Username or ID Number' এর ঘরে আপনার আকামা নাম্বার দিতে হবে এবং 'Password' এর ঘরে আপনার আবসারের যে পাসওয়ার্ড ছিল সেটি দিতে হবে। আইডি, পাসওয়ার্ড দেওয়ার পরে 'Log in' এর উপর ক্লিক করতে হবে।
তারপর আপনার যে মোবাইল নাম্বারে দিয়ে আবসার খোলা ছিল সেই সিমে একটি কোড আসবে। কোডটি ফাকা বসিয়ে দিন।
কোড দেওয়ার পর আবসার অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে। এখন 'থ্রি লাইন' মেনু থেকে 'Dashboard' লেখার উপর ক্লিক করুন।
আপনারা যখন 'থ্রি লাইন' মেনু থেকে 'Dashboard' এ যাবেন তখন 'My Dashboard' ট্যাপ ওপেন হবে এবং সেখানে আপনার ছবি সহ বিস্তারিত তথ্য দেখা যাবে। গোপনীয়তার স্বার্থে ব্যক্তিগত তথ্যগুলো ঝাপসা করে দেওয়া হয়েছে।
এখন ফাইনাল এক্সিট (খুরুজ নিহায়া) চেক করার জন্য একটু Scroll করে নিচে এসে 'More Details' লেখার উপরে ক্লিক করুন।
যখন 'More Details' লেখার উপরে ক্লিক করবেন তখন আপনারা আপনাদের ফাইনাল এক্সিট (Final Exit) স্ট্যাটাস দেখতে পারবেন। যদি কোন সমস্যা না থাকলে উপরের ছবির মত দেখাবে। আর যদি সমস্যা থাকে তাহলে নিচের ছবির মত দেখাবে।
আপনাদের যদি ফাইনাল এক্সিট (খুরুজ নিহায়া) স্ট্যাটাস শো করে তাহলে আপনারা একটি নির্দিষ্ট সময় পাবেন বা সেখানে একটি ডেট মেনশন করা থাকবে। সেই ডেটের মধ্যে আপনাকে সৌদি আরব থেকে এক্সিট নিতে হবে বা দেশে ফেরত আসতে হবে। তাহলে আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন।
আরো পড়ুন: হুরুব থাকলে কিভাবে দেশে যাবো ২০২৫







