মক্তব আমেল থেকে আউটপাস নেওয়ার নিয়ম ২০২৫
২০২৫ সালে মক্তব আমেল থেকে আউটপাস পাওয়ার উপায় (নিয়ম) সম্পর্কে আজকের এই পোস্টে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা 'মক্তব আমেল থেকে আউটপাস নেওয়ার নিয়ম ২০২৫' সম্পর্কে তথ্য পেতে চান তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
মক্তব আমেল থেকে আউটপাস নেওয়ার নিয়ম ২০২৫
২০২৫ সালে মক্তব আমেল থেকে আউটপাস নেওয়ার জন্য আপনাকে প্রথমে বাংলাদেশ এম্বাসি বা কনসুলেট থেকে আউটপাসের ফরম সংগ্রহ করতে হবে তারপর সেটি পূরণ করে আপনার কফিল/কোম্পানি যেই এলাকার – সেই এলাকার মক্তব আমেল অফিসে জমা দিতে হবে।
তারপর মক্তব আমেল থেকে মোটামুটি এক মাস পর আপনাকে একটি ডেট দেওয়া হবে সেই ডেটে মক্তব আমেলে গেলে আপনার আউটপাস হয়ে যাবে। তবে, আপনারা মক্তব আমেলে না গিয়েই একই কাজটি এম্বাসি/কনসুলেট মাধ্যমেও করাতে পারবেন।
সেক্ষেত্রে আপনাকে এম্বাসি/কনসুলেট আউটপাশের ফর্মটি পূরণ করার পর জমা দিতে হবে। তারপর আউটপাসের রিকুয়েস্টটি এম্বাসি/কনসুলেট মক্তব আমেলের মাধ্যমে প্রক্রিয়া করবে। তবে, এম্বাসি বা কনসুলেটের আউটপাশ করাতে মোটামুটি ৩/৪ মাস সময় লেগে যাবে।
তাই আপনারা যারা দ্রুততম সময়ে সৌদি আরবের আউটপাস করাতে চান তারা অবশ্যই সরাসরি মক্তব আমেলের মাধ্যমে করাবেন। তবে, আপনার কাছে যদি সময় থাকে এবং আপনি ৩/৪ মাস অপেক্ষা করতে পারেন সেক্ষেত্রে এম্বাসি/কনসুলেটের মাধ্যমেও করানো যেতে পারে।
উপসংহার
২০২৫ সালে মক্তব আমেল থেকে আউটপাস নেওয়ার উপায় সম্পর্কে আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তবে, আপনাদের যদি এই বিষয়ে কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই আপনার সমস্যার কথা আমাদের কমেন্ট করে লিখে জানাবেন।