মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করার নিয়ম ২০২৫

মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করার নিয়ম ২০২৫
পূর্বের পোস্টে 'মক্তব আমেল ফি চেক করার নিয়ম ২০২৫' সম্পর্কে কথা বলেছিলাম। আজকের এই পোস্টে কথা বলবো মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করার নিয়ম ২০২৫ সম্পর্কে। তাহলে চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক।

মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করার নিয়ম ২০২৫

২০২৫ সালে খুব সহজেই আপনারা Alrajhi Bank সহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করতে পারবেন। তবে, মক্তব আমেল ফি জমা দেওয়ার জন্য 'Payment number' এর প্রয়োজন হবে। কিভাবে 'Payment number' পাবেন সেটি জানতে 'মক্তব আমেল ফি চেক করার নিয়ম ২০২৫' টাইটেলের এই পোস্টটি পড়ে নেন।

মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করার নিয়ম ২০২৫

যেহেতু আমাদের কাছে Alrajhi Bank ব্যাংকের এক্সেস রয়েছে তাই আমরা আপনাদের আল রাজী ব্যাংকের মাধ্যমে মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করা দেখাচ্ছি। মক্তব আমেল ফি পেমেন্ট করতে প্রথমে 'alrajhi bank' অ্যাপটি ওপেন করে নিতে হবে।

মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করার নিয়ম ২০২৫

তারপর 'Payments' অপশনে ক্লিক করতে হবে। তারপর 'One Time Payment' অপশনে ট্যাপ করতে হবে। তারপর 'Government Services' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর নিচে একটু স্ক্রল করে '050- Ministry of Human Resources and Social Development' এর উপর ক্লিক করুন।

মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করার নিয়ম ২০২৫

তারপর 'Bill Details' এর নিচে ফাঁকা বক্সে আপনার 'Payment number' লিখে 'Get Bill Details' লেখার উপর ক্লিক করতে হবে।

মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করার নিয়ম ২০২৫

তারপর আপনার মক্তব আমেলে কত রিয়াল ফি আছে সেটি দেখতে পারবেন। এখন মক্তব আমেল ফি পেমেন্ট করার করার জন্য 'Pay Total Amount' চেকমার্ক করুন অথবা 'Amount To Pay' বক্সে বকেয়ার পরিমাণ (Due amount) বসিয়ে 'Next' লেখার উপরে ট্যাপ করুন।

মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করার নিয়ম ২০২৫

তারপর 'MY ACCOUNTS' এর নিচে থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিন। তারপর স্ক্রল করে নিচে এসে 'Confirm' লেখার উপরে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি (OTP) যাবে সেটি বসালেই মক্তব আমেলের বিল পেমেন্ট করা হয়ে যাবে এবং আপনি 'Bill successfully paid' এরকম উইন্ডো দেখতে পারবেন।

পরিশেষে কিছু কথা

২০২৫ সালে মক্তব আমেল ফি জমা (পেমেন্ট) করার নিয়ম সম্পর্কে আপনাদের ধাপে ধাপে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু, আপনাদের যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তবে, আমাদের কমেন্ট করে লিখে জানাবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন