মক্তব আমেল ফি চেক করার নিয়ম ২০২৫

মক্তব আমেল ফি চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে মক্তব আমেল ফি চেক করার নিয়ম (maktab amal fees check in 2025) সম্পর্কে আজকের এই পোস্টে তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা যারা 'মক্তব আমেল ফি চেক করার উপায় 2025' সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

মক্তব আমেল ফি চেক করার উপায় ২০২৫

মক্তব আমেল ফি চেক করার উপায় ২০২৫

২০২৫ সালে মক্তব আমেল ফি চেক করার জন্য প্রথমে https://es.hrsd.gov.sa/Services/Inquiry/LaborOfficeServicesInquiry.aspx এই ওয়েব পেইজটি ভিজিট করুন। যেহেতু, ওয়েবসাইটটি আরবি ভাষায় ওপেন হবে তাই ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য ক্রোম ব্রাউজারের 'থ্রি ডট মেনু' থেকে 'Translate' লেখার উপর ক্লিক করুন।

মক্তব আমেল ফি চেক করার উপায় ২০২৫

তারপর 'Recruiting Service' এর ট্যাপ করে 'work's permissions service' লেখার উপরে ক্লিক করুন।

মক্তব আমেল ফি চেক করার উপায় ২০২৫

এখন নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে। এই পেইজের 'The residence/border number of the worker' এর নিচে ফাঁকা বক্সে আপনার ইকামা নাম্বারটি বসান এবং 'VERIFICATION CODE' এর উপরে থাকা ক্যাপচা কোডটি ফাঁকা বক্সে বসেন। তারপর 'research' লেখার উপরে ক্লিক করুন।

মক্তব আমেল ফি চেক করার উপায় ২০২৫

এখন আপনারা আপনাদের মক্তব আমেল ফি পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। যদি 'Payment is made' থাকে তাহলে বুঝে নিতে হবে এই নাম্বারটি পুরাতন। যদি 'Under payment' লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে কেবলমাত্র আপনার এই নাম্বারটা তুলেছে অথবা দুই/তিন দিন হয়েছে এই নাম্বারটা তুলেছে এখনো আপনার টাকা পেমেন্ট করা হয়নি।

যদি পেমেন্ট করা হয়ে যায় তাহলে চলে আসবে 'Payment' অর্থাৎ পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে সেই লেখাটা চলে আসবে। যখন নাম্বারটি এক্সপায়ার হয়ে যাবে তখন কিন্তু আবার 'Payment is made' লেখাটা চলে আসবে।


এছাড়াও, যদি আমরা এবছরের 'Payment number' নোট করে রাখি তাহলে পরের বছরের নাম্বারটি তুলেছে কিনা সেটা কিন্তু আমরা জানতে পারবো। আমাদের শুধুমাত্র 'Payment number' জানা থাকলে থাকলে পরের বছর নাম্বারটি তুলেছি কিনা সেটি আমরা খুব সহজে জানতে পারবো। কিন্তু টাকা পেমেন্ট করেছে কিনা সেটা জানতে আমাদের 'reimbursement status' দেখতে হবে।

উপসংহার

২০২৫ সালে সৌদি আরবের মক্তব আমেল ফি চেক করার নিয়ম/উপায় সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি আজকের আর্টিকেলে। আর্টিকেলটি যদি উপকারী মনে করেন তবে, সৌদি আরবে থাকা পরিচিতদের সঙ্গে এটি শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন