রোকসাতুল আমেল খুরুজ নিহায়া কি

রোকসাতুল আমেল খুরুজ নিহায়া কি
রোকসাতুল আমেল খুরুজ নিহায়া এমন এক ধরনের ইকামা যেটি নির্দিষ্ট সময়ের জন্য ভ্যালিড থাকে এবং ইকামার ডেট এক্সপায়ার (Expired) হওয়ার আগে বা নির্দিষ্ট সময়ের আগে সৌদি আরব ত্যাগ করতে হয়।

রোকসাতুল আমেল খুরুজ নিহায়া ১ বছর থেকে ৫ বছরের হতে পারে। রোকসাতুল আমেল খুরুজ নিহায়া আকামার খরচ সাধারণত অনেক কম হয়ে থাকে তবে, এটি ওয়ান টাইম আকামা হয়ে থাকে। এছাড়াও, রোকসাতুল আমেল খুরুজ নিহায়া থাকা অবস্থায় কাফেলা হওয়া যায় না বা অন্যান্য আরো অনেক সমস্যা রয়েছে।

আপনি যখন নতুন অবস্থায় বাংলাদেশ থেকে সৌদি আরবে যাচ্ছেন তখনও আপনার কফিল/কোম্পানি আপনাকে রোকসাতুল আমেল খুরুজ নিহায়া দিতে পারে। আবার সৌদি আরবে যাওয়ার পরেও আপনাকে আপনার কফিল বা কোম্পানি রোকসাতুল আমেল খুরুজ নিহায়া ইকামা দিতে পারে।


তবে হ্যাঁ, আপনারা রোকসাতুল আমেল খুরুজ নিহায়া এক্সপায়ার হওয়ার আগে দেশে চলে আসলে পুনরায় আবার সৌদি আরবে যেতে পারবেন এবং তাতে কোন সমস্যা হওয়ার কথা না। এছাড়াও, আপনারা রোকসাতুল আমেল খুরুজ নিহায়া থাকা অবস্থায় দেশে ছুটিতেও আসতে পারবেন।

অর্থাৎ, মূল কথা হল রোকসাতুল আমেল খুরুজ নিহায়া এক্সপায়ার (মেয়াদ উত্তীর্ণ) হওয়ার আগ পর্যন্ত আপনি সৌদি আরবে বৈধ প্রবাসী/কর্মী। এবং এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন + এটি রিনিউ করা যাবে না। অতএব, মেয়াদ উত্তীনের আগে আপনাকে দেশে ফেরত আসতে হবে।

আশা করি, আপনাদেরকে রোকসাতুল আমেল খুরুজ নিহায়া সম্পর্কে বোঝাতে সক্ষম হয়েছে। কিন্তু আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন