রোকসাতুল আমেল খুরুজ নিহায়া কিভাবে চেক করবো ২০২৫
পূর্বের পোস্টে 'রোকসাতুল আমেল খুরুজ নিহায়া কি' সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পোস্টে দেখাবো ২০২৫ সালে কিভাবে রোকসাতুল আমেল খুরুজ নিহায়া চেক করতে হয় সেটি সম্পর্কে। তাহলে চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক।
রোকসাতুল আমেল খুরুজ নিহায়া কিভাবে চেক করবো ২০২৫
২০২৫ সালে রোকসাতুল আমেল খুরুজ নিহায়া চেক করার জন্য প্রথমে https://www.mol.gov.sa/Services/Inquiry/LaborOfficeServicesInquiry.aspx এই লিংকে ক্লিক করতে হবে। যদি ওয়েব পেজটি আরবিতে আছে তবে, প্রথমে সেটিকে ট্রান্সলেট করে ইংলিশ করে নেন।
তারপর নিচে একটু স্ক্রল করে 'SERVICE TYPE' অপশন থেকে 'work's permissions service' লেখার উপরে ক্লিক করে সিলেক্ট করে নিন। তারপর একটু অপেক্ষা করার পর নিচের ছবির মত একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন 'Worker's residence/border number' অপশনটি সিলেক্ট করে তার নিচের বক্সে আপনার ইকামার নাম্বার লিখুন। তারপর 'VERIFICATION CODE' এর বক্সে উপরে থাকা ক্যাপচা করতে লিখে, 'research' বাটনে ক্লিক করুন।
এখন যদি উপরের ছবির মত 'Payment status' এর নিচে 'Cancelled' লেখা দেখেন তাহলে বুঝবেন আপনার কফিল/কোম্পানি আপনাকে রোকসাতুল আমেল খুরুজ নিহায়া দিয়েছে।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে রোকসাতুল আমেল খুরুজ নিহায়া কিভাবে চেক করার নিয়ম সম্পর্কে আজকে দেখিয়েছি। আশা করি, পোস্টটি পড়ে আপনারা উপকৃত হতে পেরেছেন। তবে, কোন কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে আপনার সমস্যার কথা লিখে জানাবেন।




