সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করতে ফি বাবদ কত টাকা খরচ লাগে ২০২৫
পূর্বের পোস্টে 'সৌদি আরবের মেডিকেল রিপোর্ট টেস্টে আনফিট হলে করণীয় ২০২৫' সম্পর্কে কথা বলেছিলাম। আজকে কথা বলব ২০২৫ সালে সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করতে ফি বাবদ কত টাকা খরচ লাগে সেটি সম্পর্কে। চলুন আজকে মূল আলোচনা শুরু করা যাক।
সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করতে ফি হিসাবে কত টাকা খরচ লাগে ২০২৫
২০২৫ সালে সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করতে ফি হিসাবে সর্বমোট ১০,০০০ টাকা খরচ করতে হয়। প্রথমে সৌদি আরব মেডিকেল টেস্টের স্লিপ তোলার জন্য ১০ ডলার পেমেন্ট করতে হয়। আর হ্যাঁ, এই ১০ ডলার পেমেন্ট করার জন্য অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড বা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন সাপোর্টেড ভিসা/মাস্টার কার্ড লাগে।
তবে, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে ডুয়েল কারেন্সি ভিসা/মাস্টার কার্ড (International transaction supported card) নেই তাই বেশিরভাগ মানুষই এজেন্সি বা দালালের মাধ্যমে মেডিকেল টেস্টের স্লিপ তোলে এবং তারা এটির জন্য মূলত ১,৫০০ টাকা চার্জ করে থাকে।
আর বাকি ৮,৫০০ টাকা দিতে হয় সৌদি আরব মেডিকেল সেন্টারে টেস্ট করতে যাওয়ার সময়। ওয়াফিদ (Wafid) অনুমোদিত বাংলাদেশের যেকোনো মেডিকেল সেন্টারে মেডিকেল করতে যাওয়ার সময় বাকি এই ৮,৫০০ টাকা জমা দিতে পারবেন।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করতে ফি হিসাবে মোট ১০,০০০ টাকা খরচ করতে হয়। এর মধ্যে ১,৫০০ টাকা অনলাইনে মেডিকেল টেস্টের স্লিপ বের করার সময় পেমেন্ট করতে হয় আর বাকি ৮,৫০০ টাকা দিতে হয় মেডিকেল সেন্টারে।
কিন্তু, বর্তমান ডলার রেট হিসাবে আপনার নিজেরা পেমেন্ট করলে ১,৫০০ টাকার কমে মেডিকেল টেস্টের স্লিপ তুলতে পারবেন। আজকের এই পোস্টে আলোচনা করা হয়নি এমন কোন বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি আমাদের লিখে জানাবেন।
