অনলাইনে তাকামুল সার্টিফিকেট যাচাই বা চেক করার নিয়ম ২০২৫
পূর্বের পোস্টে 'তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করার উপায় ২০২৫' সম্পর্কে কথা বলেছিলাম। আজকে কথা বলবো 'অনলাইনে তাকামুল সার্টিফিকেট যাচাই বা চেক করার নিয়ম ২০২৫' সম্পর্কে। সুতরাং, আপনারা যারা Takamul Certificate Online Check করার উপায় সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
তাকামুল সার্টিফিকেট যাচাই (চেক) করার নিয়ম ২০২৫
২০২৫ সালে অনলাইনে তাকানমুল সার্টিফিকেট চেক (যাচাই) করতে প্রথমে https://svp-international.pacc.sa/home এই লিংকে ক্লিক করুন। তারপর 'থ্রি লাইন মেনু' থেকে 'Labor result' এই লেখার উপরের ট্যাপ করুন।
এখন 'Passport Number' এর নিচের বক্সে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন, 'Occupation Key' এর নিচের বক্সে তাকামুল সার্টিফিকেট এপয়েন্টমেন্ট/এডমিট কার্ড (Test Ticket) এর মধ্যে একটি 'Occupation Code' থাকে সেটি এখানে বাসাতে হবে। এবং 'Nationality Code' এর নিচের বক্সে 'BGD' লিখতে হবে।
আপনারা যারা বুঝতে পারছেন না যে, 'Occupation Code' এপয়েন্টমেন্ট (Test Ticket) এর কোথায় পাবেন তাদের জন্য উপরের ছবিটি যুক্ত করা হয়েছে। উপরের ছবির মার্ক করা অংশে আপনারা 'Occupation Key' বা 'Occupation Code' খুঁজে পাবেন। মনে রাখবেন, পেশা অনুযায়ী Occupation Code নির্ধারণ হয়ে থাকে।
আচ্ছা, তারপর বলি – আপনাদের Passport Number, Occupation Key এবং Nationality Code লেখা হয়ে গেলে তাকামুল সার্টিফিকেট চেক (যাচাই) করার জন্য 'Verify' লেখার উপরে ক্লিক করতে হবে।
এখন যদি আপনারা তাকামুল পরীক্ষায় পাস করেন তাহলে উপরের ছবির মত 'Passed' স্ট্যাটাস দেখাবে। আর যদি ফেইল করেন তাহলে 'Fail' লেখা দেখাবে। আর আপনারা তাকামুল পরীক্ষা দেওয়ার ২৪ ঘন্টা পরেই উপরে দেখানো নিয়মে অনলাইনে Takamul Certificate Check করতে পারবেন।