তাকামুল পরীক্ষার প্রশ্নের ধরন ২০২৫
২০২৫ সালে তাকামুল (Takamul) পরীক্ষার প্রশ্ন ৩ টি ধাপে বিভক্ত হয়ে থাকে, যথা: কম্পিউটার টেস্ট, প্রাকটিকাল টেস্ট এবং ভাইভা। নিচে তাকামুল পরীক্ষার কম্পিউটার টেস্ট, প্রাকটিকাল টেস্ট এবং ভাইভা প্রশ্নের ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তাকামুল পরীক্ষার কম্পিউটার টেস্ট
কম্পিউটার টেস্টে মোট ১৫ টি প্রশ্ন থাকবে এবং টোটাল ৩০ মার্কস থাকবে। আর কম্পিউটার টেস্টের এই পরীক্ষাটি দিতে হবে কম্পিউটারের মাউসের মাধ্যমে ক্লিক করে করে।
কম্পিউটার টেস্টের প্রতিটি প্রশ্নের জন্য ৪ টি করে অপশন থাকবে এবং আপনাকে মাউস দিয়ে ক্লিক করার মাধ্যমে ৪ টির মধ্যে যেকোনো একটি অপশনকে সঠিক উত্তর হিসাবে নির্বাচন করতে হবে। যেমন;
বাংলাদেশের রাজধানীর নাম কি?
- ঢাকা
- রাজশাহী
- চট্টগ্রাম
- খুলনা
কম্পিউটার টেস্টের এই পরীক্ষা দেওয়ার জন্য আপনার কম্পিউটারের উপর বেসিক ধারণা থাকা গুরুত্বপূর্ণ বা মাউসের ব্যবহার সম্পর্কে জানা থাকতে হবে।
তাকামুল পরীক্ষার কম্পিউটার টেস্টের ক্ষেত্রে আপনাকে পাস করার জন্য সর্বনিম্ন ৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
তাকামুল পরীক্ষার প্রাকটিক্যাল টেস্ট
তাকামুল পরীক্ষায় পাস করার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ, আপনি যদি প্র্যাকটিক্যালে ভালো মার্কস না করতে পারেন তাহলে আপনার জন্য তাকামুল পরীক্ষায় পাস করা কঠিন হবে!
প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপনাকে আপনার কাজের দক্ষতা দেখাতে হবে। যেমন ধরুন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজে অ্যাপ্লাই করেছেন এখন আপনাকে বলতে পারে তাদেরকে টাইলস লাগিয়ে দেখানোর জন্য, ইট গাঁথার জন্য বা দেয়াল প্লাস্টার করার জন্য ইত্যাদি।
আমি আপনাদের শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজের ব্যাপারে বললাম তবে, আপনারা যে কাজের ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান অবশ্যই আপনাদের সেই বিষয়ে যথাযথ জ্ঞান থাকতে হবে বা কাজ করা জানতে হবে।
তাকামুল পরীক্ষার ভাইভা টেস্ট
তাকামুল পরীক্ষার ভাইভা টেস্টে একজন এক্সপার্ট আপনাকে আপনার কাজের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন। আপনারা যদি প্র্যাকটিক্যাল টেস্টে ভালো করেন তাহলে আশা করি তাকামুল পরীক্ষার ভাইভা টেস্ট আপনাদের কোন সমস্যা হবে না। কারণ, ভাইভা টেস্টে আপনার কাজ বা অন্যান্য ব্যাপারে খুবই বেসিক প্রশ্ন করা হয় যেগুলোর উত্তর দেওয়া খুব কঠিন বিষয় নয়।
সর্বশেষ কথা
বর্তমানে তাকামুল পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ মানুষই পাস করতে পারে। তবে, আপনার যদি কোন ভাবে তাকামুল পরীক্ষায় ফেল করেন সেক্ষেত্রে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ ৩ বার পরীক্ষা দিতে পারবেন। আপনাদের অবশ্যই তাকামুল পরীক্ষার ১ ঘন্টা পূর্বে সেন্টারে অবস্থিত হতে হবে।
কোনভাবে যদি আপনার পরীক্ষার ডেটে আপনি তাকামুল পরীক্ষা না দিতে পারেন সেক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য পুনরায় ৫০ ডলার পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে পরীক্ষা দিতে হবে এবং পূর্বে বুকিংকৃত ৫০ ডলার ফেরত পাবেন না।
এছাড়াও, তাকামুল পরীক্ষা কেন্দ্রে পাসপোর্টের অরজিনাল কপি এবং তাকামুল অ্যাপয়েন্টমেন্ট বুকিং লেটার (Test Ticket) সঙ্গে নিয়ে যেতে হবে।
