নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫

নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫
পূর্বের আর্টিকেলে 'তাকামুল সার্টিফিকেট আবেদন করার নিয়ম ২০২৫' সম্পর্কে আপনাদের দেখেছিলাম। আজকে দেখাবো নতুন উপায়ে ২০২৫ সালে তাওয়াক্কালনা একাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে। তাহলে চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক।

নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫

নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫

২০২৫ সালে নতুন তাওয়াক্কালনা সার্ভিস খোলার জন্য প্রথমে গুগল প্লে বা অ্যাপেল স্টোর থেকে 'Tawakkalna' নামক এই অ্যাপটি ডাউনলোড করে নিন।

নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫

তারপর 'Tawakkalna' সার্ভিস অ্যাপটি ওপেন করে নিচে বাম দিকে লেখা 'Skip' এর উপরের ট্যাপ করুন। তারপর 'Login or Register' লেখার উপরে ক্লিক করুন।

নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫

এখন যদি আপনার আবসার একাউন্ট থাকে তবে, সরাসরি আবসারের মাধ্যমে তাওয়াক্কালনা সার্ভিস লগইন করার জন্য 'Sign in using Nafath' লেখার উপরে ক্লিক করুন। আবসার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটি জানতে 'নতুন নিয়মে আবসার (Absher) একাউন্ট খোলার নিয়ম ২০২৫' শিরোনামের এই আর্টিকেলটি পড়ে নিন।

আমরা আপনাদের ইকামা নাম্বারের মাধ্যমে নতুন তাওয়াক্কালনা একাউন্ট খোলা দেখাবো। তবে, এটির জন্য আপনাদের আবসার অ্যাকাউন্ট থাকতে হবে। আবসার না থাকলে কিভাবে পাসপোর্টের মাধ্যমে তাওয়াক্কালনা খুলতে হয় সেটি নিয়ে আমাদের আরেকটি আর্টিকেল আছে, আপনারা চাইলে সেটি পড়ে নিতে পারেন।

নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫

আচ্ছা; এখন ইকামার মাধ্যমে নতুন তাওয়াক্কালনা সার্ভিস খোলার জন্য আপনাদের 'Sign in using username' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর 'Sign up' লেখার উপরে ক্লিক করতে হবে।

নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫

এখন 'Citizen / Resident' সিলেক্ট করার পর 'ID Number' এর বক্সে আপনার ইকামা নাম্বার এবং 'Date of birth' এর বক্সে আপনার জন্ম তারিখ, মাস, সাল দিতে হবে। তারপর 'I agree to the Terms and Conditions And Privacy Policy' এর উপর চেকমার্ক করে 'Next' লেখার উপরে ক্লিক করতে হবে।

নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫

তারপর আপনার ইকামা/আবসার যেই মোবাইল নাম্বারে খোলা ঐ মোবাইল নাম্বারে একটি OTP কোড আসবে। এখন কোডটি লিখতে হবে।

নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫

এখন আপনাকে পাসওয়ার্ড সেট করতে করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য 'New password' বক্সে একটি স্ট্রং পাসওয়ার্ড লিখুন এবং ঐ একই পাসওয়ার্ডটি পুনরায় 'Confirm your password' এর বক্সে লিখুন। তারপর 'Sign up' লেখার উপর ট্যাপ করুন।

নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫

তারপর উপরের মত পেইজ ওপেন হবে। এখন এখান থেকে 'Activate later' এর উপর ক্লিক করতে হবে। 'Activate later' এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে তাওয়াক্কালনা সার্ভিস ড্যাশবোর্ড ওপেন হবে এবং অটোমেটিক ভাবে তাওয়াক্কালনা একাউন্টে লগইন হয়ে যাবে উপরের ছবির মত।

এখন আপনারা আপনাদের তাওয়াক্কালনা সার্ভিস একাউন্টের মাধ্যমে যত ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করা যায় সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন এবং তাওয়াক্কালনা অ্যাকাউন্ট খোলার ব্যাপারে স্বচ্ছ ধারণা পেয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন