তাওয়াক্কালনা পাসওয়ার্ড পরিবর্তন (চেঞ্জ) করার নতুন উপায় ২০২৫
পূর্বের আর্টিকেলে 'তাওয়াক্কালনা পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড সেট (রিসেট) করার নিয়ম ২০২৫' সম্পর্কে দেখেছিলাম। আজকে দেখাবো 'তাওয়াক্কালনা পাসওয়ার্ড পরিবর্তন (চেঞ্জ) করার নতুন উপায় ২০২৫' সম্পর্কে। তাই আপনারা যারা তাওয়াক্কালনা পাসওয়ার্ড করার উপায় সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
তাওয়াক্কালনা পাসওয়ার্ড পরিবর্তন (চেঞ্জ) করার নতুন নিয়ম ২০২৫
২০২৫ সালে তাওয়াক্কালনা পাসওয়ার্ড পরিবর্তন (চেঞ্জ) করার জন্য Tawakkalna অ্যাপের ড্যাশবোর্ড থেকে নিচে ডানদিকে 'Personal' লেখার উপরে ক্লিক করুন।
তারপর আপনার সামনে তাওয়াক্কালনা অ্যাপের সেটিংস ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে 'Change Password' লেখার উপর ক্লিক করতে হবে।
এখন 'Please enter current password' বক্সে আপনার বর্তমান তাওয়াক্কালনা পাসওয়ার্ড লিখতে হবে। তারপর 'Please enter new password' বক্সে নতুন পাসওয়ার্ড লিখে, পুনরায় একই পাসওয়ার্ডটি 'Please confirm new password' বক্সে লিখতে হবে। এবং তারপর 'Next' বাটনের উপর ক্লিক করতে হবে।
তারপর 'Are you sure you want to change your password?' লেখা আসবে উপরের ছবির মত। এখন এখান থেকে 'Yes' লেখার উপর ক্লিক করে দেন। এখন আপনারা 'Your password has been changed successfully' একটি নোটিফিকেশন মেসেজ দেখতে পারবেন। এবং এখানেই আপনার কাজ শেষ।
সর্বশেষ কথা
২০২৫ সালে তাওয়াক্কালনা পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম সম্পর্কে আপনাদের ধাপে ধাপে সহজ ভাবে বুঝানোর (দেখানোর) চেষ্টা করেছে। আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। তবে হ্যাঁ, কোন কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাবেন।




