তাওয়াক্কালনা থেকে কিভাবে ওমরাহ পারমিট নিতে হয় ২০২৫
পূর্বের পোস্টে 'পাসপোর্ট দিয়ে তাওয়াক্কালনা খোলার নিয়ম 2025' সম্পর্কে দেখিয়েছিলাম এবং তার আগে 'ইকামা (আবসার) দিয়ে তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৫' সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে দেখাবো ২০২৫ সালে তাওয়াক্কালনা থেকে কিভাবে ওমরাহ পারমিট নিতে হয় সেটি সম্পর্কে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি।
তাওয়াক্কালনা থেকে কিভাবে ওমরাহ পারমিট নিতে হয় ২০২৫
২০২৫ সালে সৌদি আরব থেকে তাওয়াক্কালনা সার্ভিস অ্যাপের মাধ্যমে ওমরাহ হজ্জের পারমিশন নেওয়ার জন্য প্রথমে 'Tawakkalna' অ্যাপটি ওপেন করুন। তারপর সার্চ অপশন থেকে 'umra' লিখে সার্চ করে 'Manasik gate' লেখাটি সিলেক্ট করুন বা 'Open' লেখার উপর ক্লিক করুন।
তারপর উপরের ছবির মত উইন্ডো/পেজ ওপেন হবে। এখন এখান থেকে 'Continue' বাটনের উপর ক্লিক করতে হবে। তারপর 'Performing Umrah' লেখার উপর ক্লিক করুন। তারপর 'Eligible' বক্সে টিকমার্ক করে 'Proceed' লেখার উপর ক্লিক করুন।
তারপর আপনি কোন দিনে ওমরাহ পারমিটটি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। এখন আপনি ওমরাহ পারমিটের জন্য যে ডেটটি সিলেক্ট করতে চাচ্ছেন সেটির উপর ট্যাপ করে, টাইম সিলেক্ট করুন। তারপর 'Proceed' বাটনের উপর ক্লিক করুন।
মনে রাখবেন যে, ডেটগুলো লাল রঙের হয়ে আছে সেই ডেটগুলোতে অধিক মানুষের চাপ রয়েছে। যেগুলো হলুদ হয়ে আছে সেই ডেটগুলোতে মিডিয়াম পরিমাণে চাপ আছে। এবং যে ডেটগুলো সবুজ হয়ে আছে সেগুলোতে তুলনামূলক ভাবে কম চাপ রয়েছে।
আচ্ছা, আপনারা ডেট সিলেক্ট করে 'Proceed' বাটনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে উপরের ছবির মত 'Location policy' পেইজ ওপেন হবে। এখন এখান থেকে 'Agree' লেখা বাটনের উপর ক্লিক করুন। তারপর লোকেশন পারমিশন হিসাবে 'While using the app' সিলেক্ট করে নিন।
তারপর 'Your residence city (Arrival)' বক্স থেকে আপনি সৌদি আরবের যেই সময় আছেন সেই শহরের নাম যুক্ত করে নিন। তারপর 'I pledge to read the instructions, abide by them and the accuracy of the entered data' বক্সে চেকমার্ক করে 'Issue the permit' লেখার উপর ক্লিক করুন।
এখন আপনারা 'The permits have been issued successfully' এরকম মেসেজ দেখতে পারবেন। আর এই মেসেজটি দেখতে পারা মানে তাওয়াক্কালনা থেকে সফলভাবে আপনার ওমরাহ পারমিশনটি নেওয়া হয়েছে।
এখন আপনারা 'View Permit' লেখার উপরে ক্লিক করার মাধ্যমে আপনার ওমরা পারমিট সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখতে পারবেন। আর হ্যাঁ, আপনারা তাওয়াক্কালনা থেকে ২ ঘন্টার জন্য ওমরাহ হজ্জ করার পারমিট পাবেন।
এছাড়াও, আপনারা চাইলে 'View Permit' অপশনের মধ্যে থ্রি ডট মেনু থেকে করে 'Cancel permit' লেখার ওপরে ক্লিক করে ওমরাহ পারমিটটি ক্যান্সেল করতে পারবেন বা 'Reschedule permit' লেখার উপর ক্লিক করে ওমরাহ পারমিট টাইম বা সিডিউল পরিবর্তন করতে পারবেন।
সর্বশেষ কথা
২০২৫ সালে তাওয়াক্কালনা থেকে কিভাবে ওমরাহ পারমিট নিতে হয় সেটি সম্পর্কে আজকে আপনাদের সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি। আশা করি, পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। তবে, আপনাদের কোন বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।








