তাওয়াক্কালনা পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড সেট (রিসেট) করার নিয়ম ২০২৫
গত পোস্টে 'তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় ২০২৫' দেখিয়েছিলাম। আজকে দেখাবো 'তাওয়াক্কালনা পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড সেট (রিসেট) করার নিয়ম ২০২৫' সম্পর্কে। সুতরাং, আপনারা যারা তাওয়াক্কালনা সার্ভিসের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তারা সমাধান পেতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
তাওয়াক্কালনা পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট করার নিয়ম ২০২৫
২০২৫ সালে তাওয়াক্কালনা পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রথমে Tawakkalna অ্যাপটি ওপেন করুন। তারপর 'Sign in using username' লেখার উপরে ক্লিক করুন। তারপর 'Forgot password?' লেখার উপর ক্লিক করুন।
এখন উপরের মত একটি উইন্ডো ওপেন হবে। এখানে 'ID Number' এর বক্সে আপনার ইকামানা নাম্বারটি লিখুন এবং 'Date of birth' বক্সে আপনার জন্ম তারিখ, মাস, সাল সিলেক্ট করুন। তারপর 'Next' বাটনের উপর ক্লিক করুন।
তারপর আপনার মোবাইল নাম্বারে ৪ ডিজিটের একটি ওটিপি (OTP) কোড আসবে। কোডটি লিখে 'Verify' বাটনের উপরে ক্লিক করুন।
তারপর উপরের ছবির মত পেইজ ওপেন হবে। সেখানে 'New password' বক্সে সর্বনিম্ন ৮ ডিজিটের একটি কঠিন (Strong) পাসওয়ার্ড লিখুন। তারপর একই পাসওয়ার্ডটি পুনরায় 'Confirm your password' বক্সে লিখে 'Change Password' বাটনের উপর ক্লিক করুন।
এখন উপরের ছবি মত 'Login using biometrics' লেখা একটি পেইজ ওপেন হবে। সেখান থেকে 'Activate later' লেখার উপর ক্লিক করলেই সফলভাবে তাওয়াক্কালনা পাসওয়ার্ড রিসেট করা হয়ে যাবে এবং তাওয়াক্কালনা ড্যাশবোর্ড বা ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে তাওয়াক্কালনা পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন সেটি সম্পর্কে আজকে সহজভাবে ধাপে ধাপে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু আপনাদের কোন কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব।





