আল রাজি ব্যাংক থেকে টাকা উঠানোর বা তোলার নিয়ম ২০২৫
পূর্বে পোস্টে 'আল রাজি ব্যাংক থেকে বাংলাদেশে নামের উপর বা গোপন নাম্বারে টাকা পাঠানোর নিয়ম ২০২৫' সম্পর্কে দেখিয়েছিলাম। আজকের পোস্টে দেখাবো 'আল রাজি ব্যাংক থেকে টাকা উঠানোর বা তোলার নিয়ম ২০২৫' সম্পর্কে। সুতরাং, উক্ত বিষয়টি সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
আল রাজি ব্যাংক থেকে টাকা উঠানোর বা তোলার নিয়ম ২০২৫
২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে টাকা উঠানোর বা তোলার জন্য প্রথমে উপরের ছবির মত করে এটিএম বুথের মেশিনে আল রাজি ব্যাংকের এটিএম কার্ড প্রবেশ করাতে হবে।
এটিএম বুথের মেশিনে কার্ড প্রবেশ করানোর পর 'ENGLISH' পাশে থাকা বাটনটি চাপতে হবে। তারপর এটিএম বুথ মেশিনের কিবোর্ড থেকে কার্ডের পিন নাম্বারটি লিখতে হবে। গোপনীয়তার স্বার্থে আমরা এটি দেখাতে পারছে না! তবে, কোথায় কিভাবে পিন টাইপ করতে হবে সেটি দেখিয়েছি উপরের ছবিতে।
এখন 'cash withdrawal' লেখার পাশের বাটনে চাপ দিতে হবে। তারপর আপনি কত সৌদি রিয়াল উঠাতে বা তুলতে চান সেটা সিলেক্ট করতে হবে। দেখানোর সুবিধার্থে আমরা ৫০ রিয়ালের পাশে বাটনে চাপছি। আপনারা যত রিয়াল তুলতে চান তার পাশের বাটনে চাপবেন বা 'another amount' অপশন থেকে যেকোনো পরিমাণ রিয়াল উঠাতে পারবেন।
তারপর আপনার কার্ডটি অটোমেটিক ভাবে বেরিয়ে আসবে। প্রথমে কার্ডটি রিসিভ করুন। তারপর হাতের ডান দিকের সাদা মেশিন থেকে টাকা (সৌদি রিয়াল) বের হয়ে আসবে সেটি রিসিভ করতে হবে।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে টাকা উঠানোর বা তোলার নিয়ম সম্পর্কে সহজভাবে আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাবেন।