আল রাজি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৫
পূর্বের পোস্টে আপনাদেরকে 'আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৫' দেখিয়েছিলাম। আজকে পোস্টে দেখাবো 'আল রাজি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৫' সম্পর্কে। তাহলে চলুন আজকে মূল আলোচনা শুরু করা যাক।
আল রাজি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৫
২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য প্রথমে 'AlRajhi Bank' এর অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপর 'Transfers' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর উপরের ডান দিক থেকে 'New Beneficiary' লেখায় ট্যাপ করতে হবে।
এখন 'International Beneficiary' লেখার উপরে ট্যাপ করতে হবে। তারপর কান্ট্রি হিসাবে 'Bangladesh' সিলেক্ট করে নিতে হবে এবং তারপর 'Currency' অপশন থেকে 'BDT-Bangladesh Taka' সিলেক্ট করে নিতে হবে।
এই পর্যায়ে 'Wallet' সিলেক্ট করে 'Select Service Provider' থেকে 'MONEYGRAM- C2C provider' এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তারপর 'Operators' হিসাবে 'bKash' সিলেক্ট করতে হবে এবং তারপর 'Next' লেখার উপরে ক্লিক করতে হবে।
এখন 'Beneficiary's First and Second Names' এর বক্সে নামের প্রথম অংশ এবং 'Beneficiary's Third and Last Names' বক্সে নামের শেষ অংশ লিখতে হবে। তারপর 'Beneficiary Nationality' বক্সে 'Bangladesh', 'Wallet Number' বক্সে বিকাশ নাম্বার, 'Beneficiary Mobile Number' এর বক্সে পুনরায় 0 বাদে নাম্বারটি লিখে 'Next' বাটনে ক্লিক করতে হবে।
এখন আপনারা আপনাদের প্রদত্ত সকল তথ্যগুলো রিভিউ বা সামারি আকারে দেখতে পারবেন। সমস্ত তথ্যগুলো ভালোভাবে যাচাই করার পর 'Confirm' বাটনের উপর ক্লিক করতে হবে।
এই পর্যায়ে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নম্বর ভেরিফাই করতে; ফাঁকা বক্সে ওটিপি কোড বসিয়ে দিলেই মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে।
এখন 'Call Me Now' বাটনের উপর ট্যাপ করতে হবে। তারপর আপনারা ভেরিফাই এর জন্য কল পাবেন এবং কলে যেকোনো একটি নাম্বার চাপতে বলবে সেই নাম্বারটি চাপতে হবে। আমার ক্ষেত্রে ৩ চাপতে বলেছিল তাই আমি ৩ চেপেছি।
তারপর আল রাজি অ্যাপসে প্রবেশ করলে 'Beneficiary has been successfully activated' এরকম লেখা দেখাবে। অর্থাৎ, বেনিফিসারি সফল ভাবে এড করা হয়েছে।
এখন অ্যাপের হোম পেইজ থেকে 'Transfers' অপশনে ট্যাপ করে 'International' সিলেক্ট করুন তারপর যাকে টাকা পাঠাতে চান তার নামের নিচে থাকা 'View Accounts' অপশনে ট্যাপ করতে হবে। আমরা 'Noore Alam' কে আল রাজি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাবো তাই তার নামের নিচে থাকা 'View Accounts' লেখার উপর ক্লিক করছি। এখানে আপনারা যাকে টাকা পাঠাতে চান তার নাম সিলেক্ট করে নিবেন।
এখন 'bKash' সিলেক্ট করতে হবে। তারপর 'Transfer Amount' এর নিচ থেকে টাকার পরিমাণ বা এমাউন লিখতে হবে। দেখানোর সুবিধার্থে আমরা ১০০ লিখছি। তারপর 'Select a Purpose' থেকে 'Family Expenses' সিলেক্ট করে 'Next' লেখার উপর ক্লিক করতে হবে।
আপনারা 'Next' লেখার উপর ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য প্রাপ্ত ওটিপি কোডটি ফাঁকা বক্সে লিখলেই ভেরিফাই হয়ে যাবে এবং আল রাজি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর সকল প্রক্রিয়া শেষ হবে।
মনে রাখবেন, সৌদি আরবের আল রাজি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর পর বাংলাদেশে টাকা রিসিভ করতে ব্যাংকিং আওয়ারে ৩-৪ ঘন্টা সময় লাগতে পারে। আর ব্যাংকিং আওয়ার ছাড়া সর্বোচ্চ ১ দিনও সময় লাগতে পারে।
উপসংহার
২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর সহজ নিয়ম দেখিয়েছি আজকের এই পোস্টে। আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর যদি পোস্টটি ভালো লাগে তবে, পরিচিতদের সাথে এটি শেয়ার করতে পারেন।