আল রাজি ব্যাংক একাউন্ট ব্লক খোলার নিয়ম ২০২৫
দীর্ঘদিন আল রাজি ব্যাংকে লগইন না করলে বা আরও অন্যান্য কারণে আল রাজি ব্যাংকের একাউন্ট ব্লক হয়ে যেতে পারে। কিন্তু যেভাবেই আপনার আল রাজি ব্যাংক একাউন্ট ব্লক হোক না কেন মাত্র ২ মিনিটে ২০২৫ সালের নতুন নিয়মে আল রাজি ব্যাংকের একাউন্ট ব্লক খোলার উপায় দেখাবো আজকের পোস্টে। চলুন মূল আলোচনা শুরু করি।
আল রাজি ব্যাংক একাউন্ট ব্লক খোলার নিয়ম ২০২৫
যদি আল রাজি ব্যাংক একাউন্ট লগইন করার সময় উপরের ছবির মত 'Error!' মেসেজ দেখায় তবে, ২০২৫ সালে আল রাজি ব্যাংক একাউন্ট ব্লক খোলার জন্য 'AlRajhi Bank' অ্যাপ থেকে প্রথমে 'Sign Up' বাটনে ক্লিক করতে হবে।
এখন 'Register Digital Channels' লেখার উপরে ট্যাপ করতে হবে। তারপর উপরে ফাঁকা বক্সে আকামা নাম্বার লেখার পর 'Next' বাটনে ক্লিক করতে হবে। তারপর মোবাইল নাম্বারটি ভেরিফাই করে 'Next' বাটনে ক্লিক করতে হবে।
এখন কার্ড সিলেক্ট করে নিতে হবে। কার্ড সিলেক্ট করার কার্ডের উপরে ট্যাপ করতে হবে। তারপরের ফাঁকা বক্সে কার্ডের পিন লিখতে হবে ভেরিফাই করার জন্য। তারপর 'Al Mubasher Retail' লেখার উপর ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
এখন নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। নতুন পাসওয়ার্ড সেট করার জন্য 'New Password' এর বক্সে একটি কঠিন (Strong) পাসওয়ার্ড লিখুন। তারপর পুনরায় সেই পাসওয়ার্ডটি 'Repeat New Password' বক্সে লিখে 'Confirm' বাটনের উপর ক্লিক করতে হবে।
এখন দ্বিতীয়বারের জন্য প্রাপ্ত ওটিপি কোড লিখে মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। তারপর আবারও আল রাজি ব্যাংক থেকে কল দেওয়া হবে ভেরিফাই করার জন্য। কল করে আপনাকে প্রথমে যে কোডটি ডায়াল করতে বলবে কলে থাকা অবস্থায় ডায়ালপ্যাড ওপেন করে সেই কোডটি ডায়াল করতে হবে।
এখন উপরের ছবির মত ঐরকম পেইজ দেখতে পারবেন। এখান থেকে 'Login' লেখার উপর ট্যাপ করে আকামা নাম্বার এবং পাসওয়ার্ড লিখে 'Login' লেখার উপরে ট্যাপ করতে হবে। তারপর মোবাইল নাম্বার ভেরিফাই করলেই আপনারা আপনাদের আল রাজি ব্যাংক একাউন্টের ড্যাসবোর্ডে প্রবেশ করতে পারবেন।
সর্বশেষ কথা
২০২৫ সালে আল রাজি ব্যাংক একাউন্ট ব্লক খোলার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য।