সৌদি আরবের আল রাজি ব্যাংক স্টেটমেন্ট কিভাবে পাবো ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের আল রাজি ব্যাংক স্টেটমেন্ট কিভাবে পাবো সেটি সম্পর্কে আজকে তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা যারা 'আল রাজি ব্যাংক স্টেটমেন্ট কিভাবে পাবো ২০২৫' এই প্রশ্নটির উত্তর পেতে চান বা বিষয়টি সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি করতে থাকুন।
সৌদি আরবের আল রাজি ব্যাংক স্টেটমেন্ট কিভাবে পাবো ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের আল রাজি ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য প্রথমে "Alrajhi Bank" অ্যাপে প্রবেশ করার পর লগইন করে নিতে হবে। তারপর নিচের ফাংশন থেকে "Explore" লেখার উপরে ক্লিক করার পর "Extras" বাটনে ক্লিক করতে হবে।
এখন "My Documents" লেখার উপর ক্লিক করতে হবে। তারপর "Request a new document" লেখার উপরে ক্লিক করার পর "Bank statement" লেখার উপর ক্লিক করতে হবে।
এখন "Select account" লেখার নিচে থেকে একাউন্ট সিলেক্ট করার পর "From", "To" উপরে ট্যাপ করার পর আপনি যে ডেট থেকে যেই ডেটের ব্যাংক স্টেটমেন্ট পেতে চান তা সিলেক্ট করে নিন। তারপর "Select document language" লেখার নিচে থেকে ভাষা হিসেবে "Arabic" অথবা "English" সিলেক্ট করে "Next" বাটনে ক্লিক করতে হবে।
এই পর্যায়ে সামারি আকারে বিস্তারিত দেখতে পারবেন। এখন "Confirm" লেখা বাটনে ক্লিক করতে হবে। তারপর "Back to my documents" লেখার উপর ট্যাপ করতে হবে। এখন ১/২ মিনিটের জন্য স্ট্যাটাস "Pending" থাকবে। স্ট্যাটাস "Approved" হওয়ার পর "Bank Statement" লেখার উপর ক্লিক করতে হবে।
এখন PDF ফরম্যাটে ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য "Download PDF" লেখা বাটনের উপরে ক্লিক করতে হবে। আর "Download PDF" লেখা বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার আল রাজি ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড হওয়া শুরু হবে।
সর্বশেষ কথা
২০২৫ সালে সৌদি আরবের আল রাজি ব্যাংক স্টেটমেন্ট কিভাবে ডাউনলোড করতে পারবেন সেটি সম্পর্কে আজকে ধাপে ধাপে সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি পোস্টটি আপনাদের উপকারে এসেছে। পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধু বা পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন।