আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম ২০২৫
পূর্বের পোস্টে 'আল রাজি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৫' সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে দেখাবো 'আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম ২০২৫' সম্পর্কে। সুতরাং, আপনারা যারা আল রাজি ব্যাংক থেকে সৌদি আরবের STC, মোবাইলি, রেড বুল, সালাম সিম, Lebara, ভার্জিন + ফ্রেন্ডি অথবা জেন সিমে মোবাইল রিচার্জ করার ব্যাপারে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম ২০২৫

আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম ২০২৫

২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার জন্য প্রথমে 'AlRajhi Bank' অ্যাপসটি ওপেন করে লগইন করে নিতে হবে। তারপর নিচের মেনু থেকে 'Payments' এর উপরে ক্লিক করতে হবে। তারপর 'Services' অপশন থেকে পাশে স্লাইড করে 'Telecom Operators' লেখায় ট্যাপ করতে হবে।

আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম ২০২৫

এখন আপনি সৌদি আরবের যেই সিম কোম্পানির মোবাইল সিমে রিচার্জ করতে চান সেটির নামের উপরে ট্যাপ করুন। আমি 'Saudi Telecom company (STC)' কোম্পানির সিমে রিচার্জ করবো তাই এটি সিলেক্ট করে নিচ্ছি। আপনি যেই কোম্পানির সিমে রিচার্জ করবেন সেই কোম্পানি নাম সিলেক্ট করে নিবেন।

আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম ২০২৫

এখন আপনি কোন ধরনের প্যাকেজে রিচার্জ করতে চান সেটি সিলেক্ট করে নিন। দেখানোর সুবিধার্থে আমরা 'SAWA Packages' এই প্যাকেজটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর কত টাকার প্যাকেজ রিচার্জ করতে চান সেটি সিলেক্ট করে নিতে হবে। আমরা 'SAWA Flex 100' প্যাকেজটি সিলেক্ট করে পরবর্তী ধাপে যাচ্ছি।

আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম ২০২৫

এখন 'Select product type' এর নিচে থেকে 'Direct Activation' অপশনটি সিলেক্ট করে নিন। তারপর 'Enter mobile number' এর ফাঁকা বক্সে আপনি যেই মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বারটি লিখুন। তারপর 'Next' লেখার উপর ক্লিক করুন।

আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম ২০২৫

তারপর 'Accounts' নিচে থেকে ব্যাংক একাউন্ট সিলেক্ট করে নিতে হবে। নিরাপত্তার স্বার্থে আমরা একাউন্টের তথ্যগুলো ঝাপসা করে দিয়েছি। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর সামারি অপশনে প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখান থেকে 'Confirm' লেখার উপরে ক্লিক করতে হবে।

আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম ২০২৫

এখন আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য আল রাজি ব্যাংক থেকে প্রাপ্ত ভেরিফিকেশন কোড ফাঁকা বক্সে লিখতে হবে। নাম্বার ভেরিফাই করার সঙ্গে সঙ্গে মোবাইল রিচার্জ কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা 'Order Successfully Executed' এরকম লেখা দেখতে পারবেন।

সর্বশেষ কথা

২০২৫ সালে আল রাজি ব্যাংক থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের সাথে ধাপে ধাপে সহজভাবে বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু আপনাদের কোন কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নিরাপত্তার কারণে কোন কোন ছবির কিছু অংশ ঝাপসা করে দিতে হয়েছে যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন