আল রাজি ব্যাংকের এটিএম কার্ড হারিয়ে গেলে কি করবেন?
২০২৫ সালে আল রাজি ব্যাংকের এটিএম কার্ড হারিয়ে গেলে কি করবেন বা কি করতে হবে সেই বিষয় সম্পর্কে আজকের পোস্টে তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা যারা আল রাজি ব্যাংকের এটিএম কার্ড হারিয়ে গেলে করণীয় কি সেই বিষয়ে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
আল রাজি ব্যাংকের কার্ড যদি হারিয়ে যায় তবে, আল রাজি মোবাইল অ্যাপ থেকে প্রথমেই হারিয়ে যাওয়া কার্ডটির অনলাইন ট্রানজেকশন বা অনলাইন পেমেন্ট সিস্টেমটি বন্ধ করে নিতে হবে। তারপর কার্ডটি লক করে স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। কিভাবে কি করতে হবে তা নিচে ধাপে ধাপে দেখিয়েছি।
আল রাজি ব্যাংকের এটিএম কার্ড হারিয়ে গেলে কি করবেন?
২০২৫ সালে আল রাজি ব্যাংকের এটিএম কার্ড হারিয়ে গেলে প্রথমে 'alrajhi bank' অ্যাপসটি ওপেন করে যেই একাউন্টের কার্ড হারিয়ে গিয়েছে সেই একাউন্টের উপরে ট্যাপ করতে হবে। তারপর 'More Options' লেখার উপর ক্লিক করতে হবে।
এখন 'Lock Debit Card' অপশনটি চালু করে দিতে হবে। আর যদি 'Enable Online Payments' অপশনটি যদি চালু থাকে তবে, এই অপশনটি বন্ধ করতে হবে এবং তারপর 'Permanent Card Closure' লেখার উপরে ট্যাপ করতে হবে।
এখন 'Reason' এর নিচে থেকে 'Lost' অপশনটি সিলেক্ট করে 'Stop Card' বাটনের উপর ক্লিক করতে হবে। আপনারা 'Stop Card' বাটনে ক্লিক করলেই আল রাজি ব্যাংকের হারিয়ে যাওয়া কার্ডটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।
সর্বশেষ কথা
২০২৫ সালে আল রাজি ব্যাংকের এটিএম কার্ড হারিয়ে গেলে কি করবেন বা কি করতে হবে সেই বিষয়ে আজকে সহজ ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানা থাকে তবে, আল রাজি ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন।