আল রাজি ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম ২০২৬
বিভিন্ন কারণে আমাদের আল রাজি ব্যাংক একাউন্ট বন্ধ করার প্রয়োজন পড়ে। তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সাথে 'আল রাজি ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম ২০২৬' সম্পর্কে কথা বলবো। তাহলে চলুন আজকের মূল আলোচনা শুরু করি।
আল রাজি ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম ২০২৬
২০২৬ সালে ২ টি সহজ নিয়মে আল রাজি ব্যাংক একাউন্ট বন্ধ (Closed) করা যায় যথা; ব্রাঞ্চ থেকে এবং অনলাইনে আল রাজি অ্যাপের মাধ্যমে। আজকের এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে অনলাইনে আল রাজি অ্যাপের মাধ্যমিক সহজ উপায়ে আল রাজি ব্যাংকের একাউন্ট বন্ধ করা যায় সেটি সম্পর্কে।
আর মনে রাখবেন যে; আল রাজি ব্যাংক একাউন্ট বন্ধ করার পূর্ব শর্ত হল আপনার ব্যাংক একাউন্টে কোন ব্যালেন্স থাকা যাবে না অর্থাৎ, আল রাজি ব্যাংকের যেই একাউন্টটি আপনি ক্লোজ বা বন্ধ করতে চাচ্ছেন অবশ্যই তার ব্যালেন্স 0 থাকতে হবে। নাহলে ক্লোজ করা যাবে না বা অপশনটি এলিজেবল থাকবে না।
অ্যাপের মাধ্যমে আল রাজি ব্যাংকের একাউন্ট বন্ধ করতে প্রথমে 'alrajhi bank' অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপর যেই অ্যাকাউন্টটি বন্ধ করতে চান সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। দেখানোর সুবিধার্থে আমরা 'Habib KSA' এই একাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি।
তারপর 'More Options' লেখার উপর ট্যাগ করতে হবে। তারপর আপনারা সকল ফাংশন দেখতে পারবেন। এখন নিচে স্ক্রল করে 'Close Account' লেখার উপর ট্যাপ করতে হবে। তারপর সবুজ রঙের 'Close Account' লেখার উপর ট্যাপ করতে হবে।
এখন 'Confirm' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর আপনি চাইলে 'Could you tell us why?' এর নিচের বক্স থেকে আপনি কেন আল রাজি ব্যাংক একাউন্ট বন্ধ করতে চান তার একটি কারণ সিলেক্ট করতে পারেন (বাধ্যতামূলক নয়)। দেখানোর সুবিধার্থে আমরা একটি কারণ সিলেক্ট করে 'Confirm & Close Account' লেখার উপর ক্লিক করছি।
তারপর আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য ফাঁকা বক্সে প্রাপ্ত ওটিপি কোড বসাতে হবে। নাম্বার ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনারা 'Your account has been closed successfully' এরকম পেইজ দেখতে পারবেন। আর এই পেজটি দেখা মানে আপনার আল রাজি ব্যাংক একাউন্টটি সফল ভাবে বন্ধ হয়েছে।
সর্বশেষ কথা
২০২৬ সালের নতুন নিয়মে আল রাজি ব্যাংক একাউন্ট বন্ধ করার উপায় দেখানো হয়েছে আজকের এই আর্টিকেলে। আপনাদের যদি আল রাজি ব্যাংক একাউন্ট বন্ধ করার বিষয়ে অন্য কোন প্রশ্ন থাকে তবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন।




